মানবতা জাগিয়ে তোলো
অন্যায়-অনীতি,কুনীতি-কদাচার,
মানব মাঝে কেন জাগে ভ্রষ্টাচার?
বহুরূপ ধরি সে করে অসাদাচার
ভাবতে পারে না তো করে অমিতাচার।
কুশিক্ষা,ক্ষমতা, অর্থ ব্যবহারি,
একদা সাধাসিধে হলো কপটাচারি।
গড়িয়া তুলিল সে অপরাধ ভুবন,
তার দলে ভিড়িল ভেকধারী মমন।
দোঁহে মিলে এক রা সমানেতে সমান
হুঁশহীন বেহুঁশ হারায় সব জ্ঞান,
করে গর্হিতাচার হারায়ে ন্যায়-নীতি,
পায় না মনে তারা আইনের যে ভীতি।
এমন কেন হলো? ভাবুন একবার
মানবতা শূন্য মন জেগেছে তার!
বিবেকহীন কাজ করে সে বারবার
বোঝে না অন্যায় তারই কারবার।
মানবতা জাগিয়ে তুলতে হবে প্রাণে
মানবতার বাণী দাও তাদের কানে,
পূর্বসূরিগণ আছিল বনবাসী,
সভ্যতা গড়ল কত না ভালোবাসি।
উত্তরসূরিরা লিপ্সু কেন হবে?
মানবতার বাণী কোথায় গিয়ে রবে?
মানবতা জাগিয়ে তুলতে হবে প্রাণে
না হলে ছুটবে সে অর্থেরই টানে।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৭+৭
লয় - মধ্যম
ছন্দের নাম - মাত্রাবৃত্ত
মানব মাঝে কেন জাগে ভ্রষ্টাচার?
বহুরূপ ধরি সে করে অসাদাচার
ভাবতে পারে না তো করে অমিতাচার।
কুশিক্ষা,ক্ষমতা, অর্থ ব্যবহারি,
একদা সাধাসিধে হলো কপটাচারি।
গড়িয়া তুলিল সে অপরাধ ভুবন,
তার দলে ভিড়িল ভেকধারী মমন।
দোঁহে মিলে এক রা সমানেতে সমান
হুঁশহীন বেহুঁশ হারায় সব জ্ঞান,
করে গর্হিতাচার হারায়ে ন্যায়-নীতি,
পায় না মনে তারা আইনের যে ভীতি।
এমন কেন হলো? ভাবুন একবার
মানবতা শূন্য মন জেগেছে তার!
বিবেকহীন কাজ করে সে বারবার
বোঝে না অন্যায় তারই কারবার।
মানবতা জাগিয়ে তুলতে হবে প্রাণে
মানবতার বাণী দাও তাদের কানে,
পূর্বসূরিগণ আছিল বনবাসী,
সভ্যতা গড়ল কত না ভালোবাসি।
উত্তরসূরিরা লিপ্সু কেন হবে?
মানবতার বাণী কোথায় গিয়ে রবে?
মানবতা জাগিয়ে তুলতে হবে প্রাণে
না হলে ছুটবে সে অর্থেরই টানে।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৭+৭
লয় - মধ্যম
ছন্দের নাম - মাত্রাবৃত্ত
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৬/০৭/২০২০সুন্দর এবং মনোমুগ্ধকর উপস্থাপন অনেক ভালোলাগা রেখে গেলাম
-
কে. পাল ১৬/০৭/২০২০বেশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৭/২০২০খুবই ভালো।