কদমফুল
এক আষাঢ়েতে দেখা হয়েছিল,
নীরব কথন ভাষা দিয়েছিল।
মেঘলা আকাশ বাদলের ভাব
হাঁটিছিনু আমি সাথীর অভাব।
এমন সময়ে ঝিরানি বৃষ্টি
কদম্ব তলে গেল যে দৃষ্টি,
ছিলে তুমি সেথা সাথে ছোট ভাই
ছল করে আমি সেথায় দাঁড়াই।
ভাইয়ের সাথে যে খুনসুটিতে
মেতে উঠি আমি তব কাছে যেতে,
নীল অম্বরে সেজেছিল বেশ!
দীঘল চুলের নাই যেন শেষ।
ওষ্ঠ অধর অলক্ত লাল
মৃদু লজ্জায় ভরে ছিল গাল,
হাতেতে ছিল যে লাল লাল চুড়ি
মৃগ নয়নেতে মন যায় জুড়ি
ছোট ভাইটিকে দিলাম কদম
তোঁকেও দিলাম তার সাথে মন,
ফুল নিলে তুমি ধন্য যে আমি
আড়ালে দেখল যে অন্তর্যামী।
কথা দিয়েছিলে কথা হবে পুন
আসিল আষাঢ় দেখা নেই কেন?
কদমের মাঝে তব মুখখানি
খুঁজে ফিরে মরি ওগো অভিমানী।
বি.দ্র. ছন্দ : মাত্রাবৃত্ত, প্রতি চরণে পর্ব : ২, মাত্রা ৬+৬
নীরব কথন ভাষা দিয়েছিল।
মেঘলা আকাশ বাদলের ভাব
হাঁটিছিনু আমি সাথীর অভাব।
এমন সময়ে ঝিরানি বৃষ্টি
কদম্ব তলে গেল যে দৃষ্টি,
ছিলে তুমি সেথা সাথে ছোট ভাই
ছল করে আমি সেথায় দাঁড়াই।
ভাইয়ের সাথে যে খুনসুটিতে
মেতে উঠি আমি তব কাছে যেতে,
নীল অম্বরে সেজেছিল বেশ!
দীঘল চুলের নাই যেন শেষ।
ওষ্ঠ অধর অলক্ত লাল
মৃদু লজ্জায় ভরে ছিল গাল,
হাতেতে ছিল যে লাল লাল চুড়ি
মৃগ নয়নেতে মন যায় জুড়ি
ছোট ভাইটিকে দিলাম কদম
তোঁকেও দিলাম তার সাথে মন,
ফুল নিলে তুমি ধন্য যে আমি
আড়ালে দেখল যে অন্তর্যামী।
কথা দিয়েছিলে কথা হবে পুন
আসিল আষাঢ় দেখা নেই কেন?
কদমের মাঝে তব মুখখানি
খুঁজে ফিরে মরি ওগো অভিমানী।
বি.দ্র. ছন্দ : মাত্রাবৃত্ত, প্রতি চরণে পর্ব : ২, মাত্রা ৬+৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৫/০৭/২০২০অসাধারণ মুগ্ধতা একরাশ ভরে গেল আমার মনপ্রাণ
-
এস কে শুভ ০৪/০৭/২০২০সুন্দর হে কবি
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৪/০৭/২০২০অসাধারন
-
ফয়জুল মহী ০৩/০৭/২০২০কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা ll
-
Jamal Zamil ০৩/০৭/২০২০হারিয়ে যাক সব লেখকের প্রিয়জন। তবেই পাবো এমন হ্রিদকথন।
-
সঞ্জয় শর্মা ০৩/০৭/২০২০শ্রাবণে দেখা হবে নিশ্চয়ই..
-
নাদেরা ফারনাছ শিমূল ০৩/০৭/২০২০সুন্দর