করোনা ১
ছেলেটা যে বিদেশ থাকে,
মেয়ের বাপ ধরবে তাকে।
টাকা যাহার সবই তাহার,
কিছু নাহি আর তো চাওয়ার।
ছেলেটা যে বিদেশ ফেরত,
বাইরে তাহার সুন্দর সুরত,
মেয়েটা যে নয় ষোড়শী,
বয়সে যে হয় কিশোরী।
বরের বাবা কানে কানে
বলে বেহাই খুব সাবধানে,
যদি জানে এলাকার লোক
ভুগতে হবে বহু ভোগ।
দেওয়ালেরও কর্ণ থাকে,
এসেছে যে ইটালি থেকে,
ধরলো পুলিশ নিখুঁতভাবে,
গোপন করে আর কি হবে?
প্রথমত হোম কোয়ারেন্টাইন,
ভেঙেছে এ দেশের আইন,
দ্বিতীয়ত বাল্য বিয়ে
ছেলে খেলা বিয়ে নিয়ে?
এবার দেখো কেমন মজা !
পেতে হবে দ্বিগুণ সাজা !
হলো তাহার পাসপোর্ট জব্দ,
ছেলের বাবা হলো ক্ষুব্ধ।..........
( স্বরবৃত্ত ছন্দে লেখা, প্রতি চরণে পর্ব দুই,প্রত্যেক পর্বে মাত্রা ৪ )
মেয়ের বাপ ধরবে তাকে।
টাকা যাহার সবই তাহার,
কিছু নাহি আর তো চাওয়ার।
ছেলেটা যে বিদেশ ফেরত,
বাইরে তাহার সুন্দর সুরত,
মেয়েটা যে নয় ষোড়শী,
বয়সে যে হয় কিশোরী।
বরের বাবা কানে কানে
বলে বেহাই খুব সাবধানে,
যদি জানে এলাকার লোক
ভুগতে হবে বহু ভোগ।
দেওয়ালেরও কর্ণ থাকে,
এসেছে যে ইটালি থেকে,
ধরলো পুলিশ নিখুঁতভাবে,
গোপন করে আর কি হবে?
প্রথমত হোম কোয়ারেন্টাইন,
ভেঙেছে এ দেশের আইন,
দ্বিতীয়ত বাল্য বিয়ে
ছেলে খেলা বিয়ে নিয়ে?
এবার দেখো কেমন মজা !
পেতে হবে দ্বিগুণ সাজা !
হলো তাহার পাসপোর্ট জব্দ,
ছেলের বাবা হলো ক্ষুব্ধ।..........
( স্বরবৃত্ত ছন্দে লেখা, প্রতি চরণে পর্ব দুই,প্রত্যেক পর্বে মাত্রা ৪ )
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২১/০৬/২০২০দুর্দান্ত প্রিয়। মুগ্ধতা একরাশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৬/২০২০করোনা তুমি যাও চলে।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৬/২০২০বেশ ভাবনা।
-
এস কে শুভ ২১/০৬/২০২০সাহিত্যের খাতায় পাতায় মিলে গিলে একাকার--
চমৎকার--- -
ফয়জুল মহী ২১/০৬/২০২০একরাশ মুগ্ধতা ।