জন্মদাত্রী
মা যে আমার
ডাকটা মায়ার,
মধুর মতন
মিষ্টি কথন।
গর্ভে ধরে
লালন করে,
আলো দেখায়
পরম মায়ায়।
স্নেহ দ্বারা
সেবা দ্বারা
বড় করা
চোখের তারা,
সহজ কী ভাই?
মা করে তাই!
সোহাগ মায়ায়
জীবন ভরায়।
শিখন শেখায়
লিখন লেখায়
যত্ন করে
হৃদয় ভরে।
বিপদ এলে
অসুখ হলে
কেঁদে আকুল
হয় যে ব্যাকুল,
দুঃখ নেশে
ভালোবাসে
প্রসবিত্রী!
জন্মদাত্রী।(সংক্ষেপিত)
বি.দ্র. স্বরবৃত্ত ছন্দ, প্রতি চরণে ৪ মাত্রা।
ডাকটা মায়ার,
মধুর মতন
মিষ্টি কথন।
গর্ভে ধরে
লালন করে,
আলো দেখায়
পরম মায়ায়।
স্নেহ দ্বারা
সেবা দ্বারা
বড় করা
চোখের তারা,
সহজ কী ভাই?
মা করে তাই!
সোহাগ মায়ায়
জীবন ভরায়।
শিখন শেখায়
লিখন লেখায়
যত্ন করে
হৃদয় ভরে।
বিপদ এলে
অসুখ হলে
কেঁদে আকুল
হয় যে ব্যাকুল,
দুঃখ নেশে
ভালোবাসে
প্রসবিত্রী!
জন্মদাত্রী।(সংক্ষেপিত)
বি.দ্র. স্বরবৃত্ত ছন্দ, প্রতি চরণে ৪ মাত্রা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সঞ্জয় শর্মা ০৮/০৬/২০২০মুগ্ধ
-
পি পি আলী আকবর ০৫/০৬/২০২০চমৎকার
-
বোরহানুল ইসলাম লিটন ০৫/০৬/২০২০চমৎকার ছন্দে মনমুগ্ধকর নিবেদন।
-
ফয়জুল মহী ০৪/০৬/২০২০অনুপম, অতুলনীয় লেখা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৬/২০২০Mother is the best.