শাওয়ালের চাঁদ
রমজানের চাঁদ উঠল যবে
রোজা শুরু করল সবে,
সংযম পালন দীর্ঘ মাসে
মোহের চিন্তা গেল খসে।
খাদ্যহীনরা খাদ্য পেল
বস্ত্রহীনে বস্ত্র দিল,
সাধ্যমত ফিতরা দিল
সাম্যের চিন্তা আনল মনে
মৈত্রী বাঁধন সর্বজনে।
ফেতনা-ফাসাদ ভুলে সবাই
আপন হলো সবার সবাই,
গরিব-দুখি নির্বিশেষে
সুখী হব ভালোবেসে।
চাঁদ উঠেছে শাওয়ালের মাসের
দিকে দিকে বার্তা কীসের?
কীসের আবার? ঈদের খুশির!
পশ্চিমেতে উঠল শশী
নামাজ হবে গেলে নিশি
আনন্দে মন বাজায় বাঁশি!
(ছন্দ : স্বরবৃত্ত, প্রতি পর্ব ৪ মাত্রার)
রোজা শুরু করল সবে,
সংযম পালন দীর্ঘ মাসে
মোহের চিন্তা গেল খসে।
খাদ্যহীনরা খাদ্য পেল
বস্ত্রহীনে বস্ত্র দিল,
সাধ্যমত ফিতরা দিল
সাম্যের চিন্তা আনল মনে
মৈত্রী বাঁধন সর্বজনে।
ফেতনা-ফাসাদ ভুলে সবাই
আপন হলো সবার সবাই,
গরিব-দুখি নির্বিশেষে
সুখী হব ভালোবেসে।
চাঁদ উঠেছে শাওয়ালের মাসের
দিকে দিকে বার্তা কীসের?
কীসের আবার? ঈদের খুশির!
পশ্চিমেতে উঠল শশী
নামাজ হবে গেলে নিশি
আনন্দে মন বাজায় বাঁশি!
(ছন্দ : স্বরবৃত্ত, প্রতি পর্ব ৪ মাত্রার)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২৫/০৫/২০২০দারুন ভাবের প্রকাশ।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৫/০৫/২০২০দারুন...
-
ফয়জুল মহী ২৫/০৫/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন ।
-
বিজন বেপারী ২৫/০৫/২০২০সুন্দর