মাতৃসম জন্মভূমি
ভাষার জন্য গর্ব ভূমি
সে আমাদের মাতৃভূমি,
প্রাণ দিল যে দামাল ছেলে
মুখের ভাষা রাখবে বলে।
অধিকার আদায় করতে
শোষণ,পীড়ন, অন্যায় রুখতে,
একবার এলো ঊনসত্তর
পিছু হটল মহাশত্তুর।
তারপরেতে মুক্তিযুদ্ধ
মায়ের ছেলে হলো ক্ষুব্ধ,
সেটা হলো একাত্তর
রাখল তারা বই-পত্তর।
বঙ্গবন্ধু দিল যে ডাক
শত্রু এবার তো নিপাত যাক,
শহিদ হলো ত্রিশ লক্ষ
খালি হলো মায়ের ব্ক্ষ।
মাতৃভূমি হলো স্বাধীন
উঠল বুকে স্বপ্ন রঙিন,
সবাই মিলে দেশটা আবার
গড়তে হবে নতুন ধারার।
হরেক মানুষ নানা পেশার
চেষ্টা দিয়ে গড়ছে আবার,
মাতৃসম জন্মভূমি
সে আমাদের মাতৃভূমি।
বি.দ্র. স্বরবৃত্ত ছন্দে লেখা, প্রতি চরণে পর্ব সংখ্যা ২টা, প্রতি পর্ব ৪ মাত্রার।
* সবাইকে সাধুবাদ
সে আমাদের মাতৃভূমি,
প্রাণ দিল যে দামাল ছেলে
মুখের ভাষা রাখবে বলে।
অধিকার আদায় করতে
শোষণ,পীড়ন, অন্যায় রুখতে,
একবার এলো ঊনসত্তর
পিছু হটল মহাশত্তুর।
তারপরেতে মুক্তিযুদ্ধ
মায়ের ছেলে হলো ক্ষুব্ধ,
সেটা হলো একাত্তর
রাখল তারা বই-পত্তর।
বঙ্গবন্ধু দিল যে ডাক
শত্রু এবার তো নিপাত যাক,
শহিদ হলো ত্রিশ লক্ষ
খালি হলো মায়ের ব্ক্ষ।
মাতৃভূমি হলো স্বাধীন
উঠল বুকে স্বপ্ন রঙিন,
সবাই মিলে দেশটা আবার
গড়তে হবে নতুন ধারার।
হরেক মানুষ নানা পেশার
চেষ্টা দিয়ে গড়ছে আবার,
মাতৃসম জন্মভূমি
সে আমাদের মাতৃভূমি।
বি.দ্র. স্বরবৃত্ত ছন্দে লেখা, প্রতি চরণে পর্ব সংখ্যা ২টা, প্রতি পর্ব ৪ মাত্রার।
* সবাইকে সাধুবাদ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২৫/০৫/২০২০জন্মভূমির প্রতি অসীম কাতরতার আবেগ সত্যই প্রসংশার।কবিকে ধন্যবাদ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৫/২০২০সুন্দর রচনাশৈলী।
-
কে এম শাহ্ রিয়ার ২৪/০৫/২০২০অসাধারন!
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৪/০৫/২০২০অসাধারন