করোনা কালের ভাবনা
গুহাবাসী,বনচারী মানুষের দল
ত্যাজে অরণ্য-জীবন গড়ল সভ্যতা,
দিয়েছে রক্ত, জীবন দিয়েছে সে বল
সবার কৃতিত্ব আছে আনিতে ভব্যতা,
কিন্তু এবে গোষ্ঠী স্বার্থে দেখি মোরা ছল
আর্থনীতিক ভাবনা কেড়েছে সততা।
নরের অর্থ চিন্তায় পরিবেশ ত্রস্ত
আগ্রাসী মনোভাবেতে হচ্ছে বাধাগ্রস্ত,
প্রকৃতির রুষ্টতায় এসে দেয় হানা
ইয়োলা,বসন্ত, প্লেগ,ইবোলা করোনা।
অযুত- নিযুত প্রাণ নিচ্ছে তো বিদায়
তাতেও কী পাষাণেরা হবে না সদয়?
অল্প কিছু মানুষের ক্ষুদ্র স্বার্থ চিন্তা
আমরা কি গো তুচ্ছ হব আপামর জান্তা?
সভ্যতার ধারকগণ জাগো জাগো ভাই
মহত্ত্বের সভ্যতায় শান্তি মোরা চাই,
অর্থ, যশ, প্রতিপত্তি হিংসা মনে আনে
বিশ্বময় এক মোরা স্থান দাও মনে।
বি.দ্র. অক্ষরবৃত্ত ছন্দে লেখা,৮+৬ মাত্রার
ত্যাজে অরণ্য-জীবন গড়ল সভ্যতা,
দিয়েছে রক্ত, জীবন দিয়েছে সে বল
সবার কৃতিত্ব আছে আনিতে ভব্যতা,
কিন্তু এবে গোষ্ঠী স্বার্থে দেখি মোরা ছল
আর্থনীতিক ভাবনা কেড়েছে সততা।
নরের অর্থ চিন্তায় পরিবেশ ত্রস্ত
আগ্রাসী মনোভাবেতে হচ্ছে বাধাগ্রস্ত,
প্রকৃতির রুষ্টতায় এসে দেয় হানা
ইয়োলা,বসন্ত, প্লেগ,ইবোলা করোনা।
অযুত- নিযুত প্রাণ নিচ্ছে তো বিদায়
তাতেও কী পাষাণেরা হবে না সদয়?
অল্প কিছু মানুষের ক্ষুদ্র স্বার্থ চিন্তা
আমরা কি গো তুচ্ছ হব আপামর জান্তা?
সভ্যতার ধারকগণ জাগো জাগো ভাই
মহত্ত্বের সভ্যতায় শান্তি মোরা চাই,
অর্থ, যশ, প্রতিপত্তি হিংসা মনে আনে
বিশ্বময় এক মোরা স্থান দাও মনে।
বি.দ্র. অক্ষরবৃত্ত ছন্দে লেখা,৮+৬ মাত্রার
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৯/০৫/২০২০খুব সুন্দর...
-
ইসমাইল জসীম ১৯/০৫/২০২০ভালো লাগলো । ভালো থাকুন ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৫/২০২০excellent
-
শাহীন রহমান (রুদ্র) ১৮/০৫/২০২০দারুণ।