জ্যৈষ্ঠ
প্রখর অরুণ তাপে
তপ্ত জ্যৈষ্ঠ মাস,
মিষ্টি ফলের সৌরভে
ভরল সুবাস।
নানা ফলের বাহার
যোগায় আহার,
অলি আর মৌমাছির
ফলেতে বিহার।
গুঞ্জরণে মুখরিত
হয় চারিদিক,
সুঘ্রাণেতে আমোদিত
হয় দিগ্বিদিক।
দুপুরেতে ঝরা পাতা
যায় যবে ঝরে,
নিঃসঙ্গ মানব মন
আবেশেতে ভরে।
ঘরে ঘরে বোরো ধান
মনে আনে সুখ,
দূর হয়ে যায় শঙ্কা
দূর হয় দুখ।
আউশের বীজ বোনা
নতুন স্বপন,
বদলের সংবেশেতে
জাগল জীবন।
বি.দ্র. অক্ষরবৃত্ত ছন্দ,প্রতি চরণে ১টা করে পর্ব, ৮+৬ মাত্রা
তপ্ত জ্যৈষ্ঠ মাস,
মিষ্টি ফলের সৌরভে
ভরল সুবাস।
নানা ফলের বাহার
যোগায় আহার,
অলি আর মৌমাছির
ফলেতে বিহার।
গুঞ্জরণে মুখরিত
হয় চারিদিক,
সুঘ্রাণেতে আমোদিত
হয় দিগ্বিদিক।
দুপুরেতে ঝরা পাতা
যায় যবে ঝরে,
নিঃসঙ্গ মানব মন
আবেশেতে ভরে।
ঘরে ঘরে বোরো ধান
মনে আনে সুখ,
দূর হয়ে যায় শঙ্কা
দূর হয় দুখ।
আউশের বীজ বোনা
নতুন স্বপন,
বদলের সংবেশেতে
জাগল জীবন।
বি.দ্র. অক্ষরবৃত্ত ছন্দ,প্রতি চরণে ১টা করে পর্ব, ৮+৬ মাত্রা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৬/০৫/২০২০Very very good...
-
বোরহানুল ইসলাম লিটন ১৬/০৫/২০২০অনবদ্য চিত্র ফুটে উঠেছে কবিতায়।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৬/০৫/২০২০বেশ লিখেছেন