www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রভাতের তাজমহল

মোগল সম্রাট আশিক শাজাহান
প্রেয়সীর স্মৃতি করেছে সে অম্লান,
যমুনার তীরে আগ্রার দক্ষিণে
তাজমহলে আছে আরজুমানের সনে।

গেছিনু ভ্রমণে প্রভাতের বেলাতে
মেতেছে যে তাজ বর্ণালির খেলাতে,
প্রথমে দেখিনু দুগ্ধ ধবল আভা
ক্রমে রূপো,পরে গোলাপী মনোলোভা।

চার মনোহর মিনারের মাঝখানে
কথা যেন কয় প্রেমিক শাজাহানে,
সফেদ মর্মরে চিত্তহারী গম্বুজ
চূড়াতে চন্দ্রমা তার নিচে অম্বুজ।

সপ্তম আশ্চর্য সপ্তদশ শতকের
স্মারক ভাস্কর্য প্রেমিক প্রেমিকের,
বিশ হাজার কর্মী, এক সহস্র হাতি
মহল নির্মাণে হয়ে ছিল যে সাথি।

পারস্য-মুঘল-ভারত স্থাপত্য রীতি
রত্নের আধার শ্রীলঙ্কা চীন তিব্বতী,
স্বর্গীয় অভায় ভরে ওঠা সে তাজ
সৌন্দর্য পিপাসু’ নয়ন ভরায় আজ।

চখা-চখী সম জীবন ও মরণে
রয়েছে ঘুমায়ে গড়া তাজের গহনে,
হে প্রাণেশ,তব দয়িতা অনুরাগ
বিশ্বলোক মাঝে জাগাবে পূর্বরাগ। (চলমান)

( ছন্দ : অক্ষরবৃত্ত,পর্ব : ২, মাত্রা : ৬+৭ )
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast