নতুন বছর
নতুন বছর এলো
পুরাতন পাঠ তোলো
দাও ফেলে দাও তব গ্লানি।।
নয়া ছাঁদে নয়া গান
নয়াভাবে বাঁধবে তান
দূর করতে হবে আত্মম্লানি।।
নব আশা উঠবে জেগে
অজানাকে কাছে মেগে
নয়া কাঁপন উঠুক বুকে।।
ভয়কে করিয়া ক্ষয়
মাথা তুলিবে জয়
নওল আশা জাগুক সুখে।।
প্রাণের বাসনা মম
হউক পতঙ্গসম
উঠুক অশার বাণী জেগে।।
নব নব সৃষ্টি কলা
দিশা দেবে পথ চলা
নতুনত্বের উত্থান মেগে।।
মুছে যাবে বিভাজন
আশা করে জ্ঞানীজন
না রহিবে ধর্ম-বর্ণ ভেদ।।
অনাহারে দুঃখী থাকে
ভালোবাসা দাও তাকে
যেন মিটে তার দুঃখ-খেদ।।
ভুল থেকে শিক্ষা নিয়ে
দৃঢ়পণে যাও এগিয়ে
কে রোধে তব সৃষ্টির রথ।।
অসাধ্যের সাধ্য তুমি
ফলিবে নিষ্ফলা ভূমি
কর্মস্পৃহা দেখাবে যে পথ।।
স্বর্ণালী দিবসগুলি
হাতছানি দেয় কেবলি
নব নব সাধনার পানে।।
ধরো তান ধরো গান
ভাসুক জোয়ারে প্রাণ
সৃজনের নব নব গানে।।
বি.দ্র.কবিতাটা দীর্ঘ পয়ার ছন্দে লেখা। প্রত্যেক চরণে তিনটা করে পর্ব রয়েছে।পর্বের মাত্রা সংখ্যা ৮+৮+১০
পুরাতন পাঠ তোলো
দাও ফেলে দাও তব গ্লানি।।
নয়া ছাঁদে নয়া গান
নয়াভাবে বাঁধবে তান
দূর করতে হবে আত্মম্লানি।।
নব আশা উঠবে জেগে
অজানাকে কাছে মেগে
নয়া কাঁপন উঠুক বুকে।।
ভয়কে করিয়া ক্ষয়
মাথা তুলিবে জয়
নওল আশা জাগুক সুখে।।
প্রাণের বাসনা মম
হউক পতঙ্গসম
উঠুক অশার বাণী জেগে।।
নব নব সৃষ্টি কলা
দিশা দেবে পথ চলা
নতুনত্বের উত্থান মেগে।।
মুছে যাবে বিভাজন
আশা করে জ্ঞানীজন
না রহিবে ধর্ম-বর্ণ ভেদ।।
অনাহারে দুঃখী থাকে
ভালোবাসা দাও তাকে
যেন মিটে তার দুঃখ-খেদ।।
ভুল থেকে শিক্ষা নিয়ে
দৃঢ়পণে যাও এগিয়ে
কে রোধে তব সৃষ্টির রথ।।
অসাধ্যের সাধ্য তুমি
ফলিবে নিষ্ফলা ভূমি
কর্মস্পৃহা দেখাবে যে পথ।।
স্বর্ণালী দিবসগুলি
হাতছানি দেয় কেবলি
নব নব সাধনার পানে।।
ধরো তান ধরো গান
ভাসুক জোয়ারে প্রাণ
সৃজনের নব নব গানে।।
বি.দ্র.কবিতাটা দীর্ঘ পয়ার ছন্দে লেখা। প্রত্যেক চরণে তিনটা করে পর্ব রয়েছে।পর্বের মাত্রা সংখ্যা ৮+৮+১০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১০/০৫/২০২০Charming..