বিদায় ১৪২৬
মহাকাল কেড়ে নিল সবই যে অতীত হল
কালের গর্ভে হলো বিলীন,
কত আশা স্বপ্ন ছিল কত জনা ঘর বাঁধল
এখন সবই হলো মলিন।
ছিল বহু সম্ভাবনা তা সবই পূর্তি হলো না
কিছু তা অধরা রয়ে গেল।
কত গুণী দিল প্রাণ কত কবি বাঁধল গান
ধ্যানে তা ধূসর হয়ে গেল।
লভিনু অনেকটারে সিন্ধু সেচে মুক্তা হীরে
তত্ত্বজ্ঞান বিজ্ঞান দিয়ে।
তিক্ত স্মৃতি গেল রয়ে হাস্য আছে তার চেয়ে
পেঁয়াজ, লবণ,ধান নিয়ে।
একেবারে বেলা শেষে মহামারি করোনা এসে
বিশ্বব্যাপী করল লণ্ড ভণ্ড,
হৃদয় গহন তলে বহ্নি শিখা বিষ ব্যথা ঢেলে
দিল সে যে নিষ্ঠুর পাষাণ্ড।
তুমি যে গো শুধু স্মৃতি তবু নও যে বিস্মৃতি
তোমার হতে শিক্ষা যে নেব,
পাব যে নতুন আশা দেখব সবাই নব দিশা
নবীন অশায় নীড় বাঁধব।
কালের গর্ভে হলো বিলীন,
কত আশা স্বপ্ন ছিল কত জনা ঘর বাঁধল
এখন সবই হলো মলিন।
ছিল বহু সম্ভাবনা তা সবই পূর্তি হলো না
কিছু তা অধরা রয়ে গেল।
কত গুণী দিল প্রাণ কত কবি বাঁধল গান
ধ্যানে তা ধূসর হয়ে গেল।
লভিনু অনেকটারে সিন্ধু সেচে মুক্তা হীরে
তত্ত্বজ্ঞান বিজ্ঞান দিয়ে।
তিক্ত স্মৃতি গেল রয়ে হাস্য আছে তার চেয়ে
পেঁয়াজ, লবণ,ধান নিয়ে।
একেবারে বেলা শেষে মহামারি করোনা এসে
বিশ্বব্যাপী করল লণ্ড ভণ্ড,
হৃদয় গহন তলে বহ্নি শিখা বিষ ব্যথা ঢেলে
দিল সে যে নিষ্ঠুর পাষাণ্ড।
তুমি যে গো শুধু স্মৃতি তবু নও যে বিস্মৃতি
তোমার হতে শিক্ষা যে নেব,
পাব যে নতুন আশা দেখব সবাই নব দিশা
নবীন অশায় নীড় বাঁধব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১০/০৫/২০২০অপরূপ ভাবনা । সুনিপুণ বস্তুনিষ্ঠ প্রকাশ