অণু কাব্য ৩
তুমি গেছো বাপের বাড়ি আমায় ছেড়ে
আমি একা বসে আছি একলা ঘড়ে,
তুমি ছাড়া কে শুনবে আমার বকবকানি
ও নন্দিনী, আমার যে কাটেনা দিন, কাটেনা রজনী।
আমি একা বসে আছি একলা ঘড়ে,
তুমি ছাড়া কে শুনবে আমার বকবকানি
ও নন্দিনী, আমার যে কাটেনা দিন, কাটেনা রজনী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০৯/২০২০দারুন
-
অমিতাভ স্বর্ণকার ০৯/০৯/২০২০মিষ্টি অনু কাব্য
-
ফয়জুল মহী ০৮/০৯/২০২০Excellent