প্রশ্ন
প্রশ্ন তোমার হয় যদি,
বামন হয়ে আকাশের চাঁদটাকে
কেন ধরতে চেয়েছ তুমি?
এতটুকুই বলব উত্তরে
বিধাতা তোমায় কত যতনে
দিয়েছে চাঁদের রূপ,
আর বাধ্য করেছে আমায়, বামন হতে।
তাই বলে কি এই অভাগারে
দেবে ফিরিয়ে দুয়ার থেকে,
এতটুকু ভালবাসা কেন
দিতে পারনা তুমি
আমার এই ভাঙ্গা ঝুড়িতে।
এবার যদি বল, তোমার মত অভাগা
চাইবে যে দিক
খাল-বিল, নদী-নালা
সবই যাবে শুকিয়ে,
তারপরও বলব এবার
বিশ্বাস করে একটি বার,
যদি রাখ চোখ এ চোখে
বুঝবে তখন, অশ্রু তোমার হারিয়ে গেছে
আমার উষ্ণ ভালবাসার ছোঁয়াতে ।
বামন হয়ে আকাশের চাঁদটাকে
কেন ধরতে চেয়েছ তুমি?
এতটুকুই বলব উত্তরে
বিধাতা তোমায় কত যতনে
দিয়েছে চাঁদের রূপ,
আর বাধ্য করেছে আমায়, বামন হতে।
তাই বলে কি এই অভাগারে
দেবে ফিরিয়ে দুয়ার থেকে,
এতটুকু ভালবাসা কেন
দিতে পারনা তুমি
আমার এই ভাঙ্গা ঝুড়িতে।
এবার যদি বল, তোমার মত অভাগা
চাইবে যে দিক
খাল-বিল, নদী-নালা
সবই যাবে শুকিয়ে,
তারপরও বলব এবার
বিশ্বাস করে একটি বার,
যদি রাখ চোখ এ চোখে
বুঝবে তখন, অশ্রু তোমার হারিয়ে গেছে
আমার উষ্ণ ভালবাসার ছোঁয়াতে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৪/০৮/২০২০অনন্য লেখনশৈলী আবির্ভূত হয়ে গেলাম পড়ে।
-
Md. Jahangir Hossain ০৩/০৮/২০২০ভাল হইয়াছে ।
-
ফয়জুল মহী ০২/০৮/২০২০Excellent