তখন শুধু আমাকেই খুজবে
হাজর ভালবাসায় খুজবে যখন নিজেকে,
যখন স্বপ্নগুলো ডানায় ভর করে মিশে যাবে
কোন নামনা জানা সীমানায়,
নয়তো ভাসবে কোন অন্ধকারের ভেলায়
বুঝবে, কতটা নিঃস্ব তুমি তোমার মাঝে।
যখন পাখির সুরেলা আওয়াজ
বাজবেনা আর তোমার কন্ঠে,
যখন বৃষ্টিও ডাকবে মুখ
তোমার চোখের গভীরে তাকিয়ে
বুঝবে, কতটা দুঃখী তুমি তোমার মাঝে।
যখন বিশ্বাসে গড়া বিশাল পাহাড়
ভাঙ্গবে কারো অবিশ্বাসের ছোয়ায়,
যখন মন ছুটবে তোমার ফেলে দেওয়া পুরনো ভালবাসায়
বুঝবে, কতটা একলা তুমি তোমার মাঝে।
যখন তুমি দেখবে,
তোমার জীবনের সুর
মিশে আছে কতটা রঙ্গীন হয়ে
আমার কবিতার প্রতিটি ছন্দে,
খুজবে, তখন শুধু আমাকেই খুজবে।
যখন স্বপ্নগুলো ডানায় ভর করে মিশে যাবে
কোন নামনা জানা সীমানায়,
নয়তো ভাসবে কোন অন্ধকারের ভেলায়
বুঝবে, কতটা নিঃস্ব তুমি তোমার মাঝে।
যখন পাখির সুরেলা আওয়াজ
বাজবেনা আর তোমার কন্ঠে,
যখন বৃষ্টিও ডাকবে মুখ
তোমার চোখের গভীরে তাকিয়ে
বুঝবে, কতটা দুঃখী তুমি তোমার মাঝে।
যখন বিশ্বাসে গড়া বিশাল পাহাড়
ভাঙ্গবে কারো অবিশ্বাসের ছোয়ায়,
যখন মন ছুটবে তোমার ফেলে দেওয়া পুরনো ভালবাসায়
বুঝবে, কতটা একলা তুমি তোমার মাঝে।
যখন তুমি দেখবে,
তোমার জীবনের সুর
মিশে আছে কতটা রঙ্গীন হয়ে
আমার কবিতার প্রতিটি ছন্দে,
খুজবে, তখন শুধু আমাকেই খুজবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরীকুল ইসলাম সৈকত ১৩/০৪/২০১৫সুন্দর!!!