কুমির সমাচার
কুমির একটি উভয়চর প্রাণী হলেও এটি স্থল থেকে জলে থাকতেই বেশি পছন্দ করে। তাই জল ও কুমিরের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। এটি একটি চতুর ও দূর দৃষ্টি সম্পূর্ন হিংস্র প্রাণী। প্রাণীটি দূর থেকে তার শিকারের গতি বিধি লক্ষ্য করে আত্যন্ত চতুরতার সাথে শিকার করে। এটি স্থল থেকে জলে অধিকতর হিংস্র বলে জলে নেমে করে কুমিরের সাথে লড়াই করা বোকামো ছাড়া আর কিছু নয়। এই হিংস্র প্রাণীটিকে পরাজিত করতে চাইলে দুটি বিষয় মনে রাখা প্রয়োজন। এক. কুমিরটি যতক্ষন পর্যন্ত না ডাঙ্গায় আসছে ততক্ষন পর্যন্ত অপেক্ষা করা, কারন এখানে কুমিরটি জল থেকে অধিকতর কম শক্তিশালী। দুই. আর যদি জলে নেমেই কুমিরটিকে পরাজিত করতে হয় তবে আবশ্যই নিজেকে তার থেকে অধিকতর শক্তিশালী করা প্রয়োজন। কুমিরের সাথে লড়াইয়ের এই বিষয়টি আমাদের বাস্তবিক জীবনের সাথেও অনেক মিল রয়েছে। আমরা যদি আমাদের প্রতিপক্ষকে পরাজিত করতে চাই তবে তাকে অবশ্যই দূর্বল ভাবা ঠিক নয়। তাই আমাদের উচিত সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। আর নয়তো তার থেকে নিজেকে অধিকতর শক্তিশালী করা। এভাবেই প্রতিপক্ষকে পরাজিত করা সম্ভব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২২/০৩/২০১৫ভাল লাগল খুব