www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার অজান্তে

তুমি চলেত পথে, দেখোনা পাশে,
যদি থাকে কেউ প্রতীক্ষায়,
ডাকলে তোমায়, ডেকোনা তারে,
ঐ মায়াবী চোখের ইশারায়।

তুমি বলোনা কথা অমন সুরে,
যা করো হৃদয়ে বাজে,
তুমি ভেবোনা তারে আধো হেসে
যা দেখে সে নিজেকেই হারাবে।

তুমি পরোনা নূপুর ও পায়ে
হেটোনা সেই সুরে,
তুমি জাননা প্রিয়া কখন কার,
ঘুম যাবে ভেঙ্গে।

তাই দিয়োগো কাজল ও চোখে
নইলে নজর পরবে,
তুমি বেধো গো খোঁপা ও চুলে
নইলে জাননা তুমি,
তোমার অজান্তে
আর কত জনকে তুমি
ঐ মায়ার বাধঁনে বাধবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast