ভুলতে পারিনি
তুমি, ভালবাসতে শিখিয়েছ আমায়
দূরে তাই রাখতে পারিনি,
রেখেছি বুকের কোনো এক কোণে
শুধু জেনেছি আমি, আর কেউ জানেনি।
তুমি, স্বপ্ন দেখতে শিখিয়েছ আমায়
ভাঙা স্বপ্নকে তাই আর ভাঙিনি,
হাজারও স্বপ্নে গড়া আমার এই রাজ্যে
তোমায় আমি করেছি রানী।
তুমি, পথ চলতে শিখিয়েছ আমায়
কষ্টের কুয়াশায় তাই নিজেকে ঢাকিনি,
চলেছি কত তবু চলছি আজও
তোমার দেখানো পথটাকে ভুলিনি।
দূরে তাই রাখতে পারিনি,
রেখেছি বুকের কোনো এক কোণে
শুধু জেনেছি আমি, আর কেউ জানেনি।
তুমি, স্বপ্ন দেখতে শিখিয়েছ আমায়
ভাঙা স্বপ্নকে তাই আর ভাঙিনি,
হাজারও স্বপ্নে গড়া আমার এই রাজ্যে
তোমায় আমি করেছি রানী।
তুমি, পথ চলতে শিখিয়েছ আমায়
কষ্টের কুয়াশায় তাই নিজেকে ঢাকিনি,
চলেছি কত তবু চলছি আজও
তোমার দেখানো পথটাকে ভুলিনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৈয়দ আলি আকবর, ২৬/০৩/২০১৫অনেক ভাল লাগল
-
পিয়ালী দত্ত ০২/০৩/২০১৫ভাল লাগা রইল
-
অ ০২/০৩/২০১৫ভারি সুন্দর ।
-
হাসান কামরুল ০২/০৩/২০১৫বেশ লিখেছেন।
-
ফিরোজ মানিক ০২/০৩/২০১৫সে স্বপ্ন দেখাতে চেয়েছিল বলে আপনি কবি, দারুণ রোমান্টিক প্রেমের কবি।
-
নাজমুল আহসান ০১/০৩/২০১৫তুমি ফুল ফোটাতে শিখিয়েছ বলে আমি ফুটিয়েছি প্রেমের ফুল