www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতিদান

যাকে ভালববেসে, রাখতে চেয়েছি পাশে,
সেতো আমার ছিলনা;
হৃদয়টা তপ্ত করে, দিয়েছিলাম তারে,
তবু সে নিলনা।

স্বপ্ন দিয়ে মোরে, স্বপ্ন নিল কেড়ে,
এতটুকু সে ভাবলনা;
এ দুটি চোখে, অশ্রু শুধু ঝড়ে,
মূল্য তার আজও দিলনা।

আমি চেয়েছিলাম শুধু, ভালবাসা কিছু,
কেন হাতে হাত রাখলনা;
এ পথে চলতে, আমিতো ছিলাম পাশে,
তবু সে পাশে দাড়ালনা।

ভালবাসেনি বলে, রাখেনি মনে,
ভুলে গেছে কত সহজে;
আমি ভালবেসে, যে ফুল নিয়েছি তুলে,
ছুড়ে ফেলি তারে কেমনে।

আজ চলতে পথে, চোখেতে চোখ পড়ে,
তবু সে কথা কয়না;
এ হৃদপিণ্ড শুধু কাপে, দমিয়ে রাখি তারে,
সে যে অধিকার পায়না।

ভেঙেছে মন, কেঁদেছে নয়ন,
তবু অভিশাপ তারে দেবনা;
আমায় ভুলে সে, যদি থাকে সুখে,
সে সুখে কাটা কখনও হবনা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast