প্রতিদান
যাকে ভালববেসে, রাখতে চেয়েছি পাশে,
সেতো আমার ছিলনা;
হৃদয়টা তপ্ত করে, দিয়েছিলাম তারে,
তবু সে নিলনা।
স্বপ্ন দিয়ে মোরে, স্বপ্ন নিল কেড়ে,
এতটুকু সে ভাবলনা;
এ দুটি চোখে, অশ্রু শুধু ঝড়ে,
মূল্য তার আজও দিলনা।
আমি চেয়েছিলাম শুধু, ভালবাসা কিছু,
কেন হাতে হাত রাখলনা;
এ পথে চলতে, আমিতো ছিলাম পাশে,
তবু সে পাশে দাড়ালনা।
ভালবাসেনি বলে, রাখেনি মনে,
ভুলে গেছে কত সহজে;
আমি ভালবেসে, যে ফুল নিয়েছি তুলে,
ছুড়ে ফেলি তারে কেমনে।
আজ চলতে পথে, চোখেতে চোখ পড়ে,
তবু সে কথা কয়না;
এ হৃদপিণ্ড শুধু কাপে, দমিয়ে রাখি তারে,
সে যে অধিকার পায়না।
ভেঙেছে মন, কেঁদেছে নয়ন,
তবু অভিশাপ তারে দেবনা;
আমায় ভুলে সে, যদি থাকে সুখে,
সে সুখে কাটা কখনও হবনা।
সেতো আমার ছিলনা;
হৃদয়টা তপ্ত করে, দিয়েছিলাম তারে,
তবু সে নিলনা।
স্বপ্ন দিয়ে মোরে, স্বপ্ন নিল কেড়ে,
এতটুকু সে ভাবলনা;
এ দুটি চোখে, অশ্রু শুধু ঝড়ে,
মূল্য তার আজও দিলনা।
আমি চেয়েছিলাম শুধু, ভালবাসা কিছু,
কেন হাতে হাত রাখলনা;
এ পথে চলতে, আমিতো ছিলাম পাশে,
তবু সে পাশে দাড়ালনা।
ভালবাসেনি বলে, রাখেনি মনে,
ভুলে গেছে কত সহজে;
আমি ভালবেসে, যে ফুল নিয়েছি তুলে,
ছুড়ে ফেলি তারে কেমনে।
আজ চলতে পথে, চোখেতে চোখ পড়ে,
তবু সে কথা কয়না;
এ হৃদপিণ্ড শুধু কাপে, দমিয়ে রাখি তারে,
সে যে অধিকার পায়না।
ভেঙেছে মন, কেঁদেছে নয়ন,
তবু অভিশাপ তারে দেবনা;
আমায় ভুলে সে, যদি থাকে সুখে,
সে সুখে কাটা কখনও হবনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৪/০২/২০১৫সুন্দর অভিমানী লেখা ।
-
কুয়াশা রায় ২২/০২/২০১৫ভাল লাগল।
-
ফিরোজ মানিক ২০/০২/২০১৫যে মোরে কষ্টে কষ্ট হৃদয় দিয়েছে ভরি, তারিতরে গোলাপ চামেলীর ফুল মালা ধরি। চমৎকার লিখেছেন কবি।
-
আল-আমিন মোড়ল ২০/০২/২০১৫অনেক ভাল লাগল!!
-
স্বপন রোজারিও(১) ২০/০২/২০১৫খুবই সুন্দর কবিতা। সব কিছুর প্রতিদান হয় না।
-
মাসুম মুনাওয়ার ২০/০২/২০১৫খুব হয়েছে বুঝ্লেন
-
সবুজ আহমেদ কক্স ২০/০২/২০১৫nice
-
মো ফয়সাল রহমান ১৯/০২/২০১৫nice
-
আবিদ আল আহসান ১৯/০২/২০১৫awesome
-
রইস উদ্দিন খান আকাশ ১৯/০২/২০১৫খুব ভালো লেগেছে
-
স্বপন রোজারিও(১) ১৯/০২/২০১৫সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ১৯/০২/২০১৫darun @