ভালবাসা এমনই
যদি তুমি ভাব,
ভালবসা পেলে তার
দেব সাত সমুদ্র পাড়ি,
ভুল, সবই ভুল,
মাঝ পথে রেখে
যেতে পারে সব কিছু ছাড়ি।
ঢেউয়ের ঝাপটা তোমায়
নেবে এথা থেকে সেথায়,
পাবেনা কুল কিনারা,
যেতে যেতে পিছু ফিরে
ইশারায় যাবে বলে,
তুমি কিন্তু আমায় ভুলনা।
ও ভালবাসার স্বরনে
যদি রাখ তারে মনে,
তবে গেথে নিয়ো দুঃখের মালা,
তোমায় ভুলে সে
রবে মহা সুখে,
বলেব পাছে, ধুর ছাই,
ও প্রমে ছিল শুধুই জ্বালা।
ভালবসা পেলে তার
দেব সাত সমুদ্র পাড়ি,
ভুল, সবই ভুল,
মাঝ পথে রেখে
যেতে পারে সব কিছু ছাড়ি।
ঢেউয়ের ঝাপটা তোমায়
নেবে এথা থেকে সেথায়,
পাবেনা কুল কিনারা,
যেতে যেতে পিছু ফিরে
ইশারায় যাবে বলে,
তুমি কিন্তু আমায় ভুলনা।
ও ভালবাসার স্বরনে
যদি রাখ তারে মনে,
তবে গেথে নিয়ো দুঃখের মালা,
তোমায় ভুলে সে
রবে মহা সুখে,
বলেব পাছে, ধুর ছাই,
ও প্রমে ছিল শুধুই জ্বালা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ১৮/০২/২০১৫সুন্দর ...
-
রইস উদ্দিন খান আকাশ ১৭/০২/২০১৫সুন্দর লেখা
-
জহির রহমান ১৭/০২/২০১৫ভালো লিখেছেন... শুভেচ্ছা অবিরত। ভাল থাকুন...
-
আল-আমিন মোড়ল ১৭/০২/২০১৫প্রেমের ভবিষ্যত বানী চিন্তা করে যে কবিতা আপনি লিখেছে তা অনেক ভাল হয়েছে।
-
সবুজ আহমেদ কক্স ১৭/০২/২০১৫ভেরি ফাইন
-
পিয়ালী দত্ত ১৬/০২/২০১৫ভাল