তুমি কি চাও
বল, তুমি কি চাও,
যদি বায়না ধর চাঁদের,
সেথা হতে ছিড়ে এনে
পরিয়ে দেব কপালে।
যদি চাও তারার মালা,
গেথে দেব, বানিয়ে দেব দুল,
আরও দেব পরিয়ে
নোলকে একটি ছোট ফুল।
ভালো যদি লাগে গোলাপি আভা,
তাও দেব, রাঙ্গিয়ে দেব ঠোঁট,
ভোমরের কাছ থেকে এনে কালো
রাঙ্গাব তোমার চোখ।
যদি চাও রেশমি শাড়ি,
বুনে দেব, একে দেব সাত রঙে,
ঝিনুকের কাছ থেকে এনে মুক্তা
পরাব গলার হারে।
চাও যদি সোনার কাঁকন,
গড়িয়ে দেব, পরিয়ে দেব হাতে,
কার সাধ্য আছে বোঝার
কে সুন্দর করেছে কাকে।
বল, আর কি কি চাও,
এ পৃথিবীর যা কিছু সুন্দর
সবই দিয়ে আমি সাজাব তোমায়,
বিনিময়ে চাইবনা কিছু,
শুধু চাইব এতটুকু,
তোমার ঐ ব্যস্ত হৃদয়ে
আমাকে রেখে দাও।
যদি বায়না ধর চাঁদের,
সেথা হতে ছিড়ে এনে
পরিয়ে দেব কপালে।
যদি চাও তারার মালা,
গেথে দেব, বানিয়ে দেব দুল,
আরও দেব পরিয়ে
নোলকে একটি ছোট ফুল।
ভালো যদি লাগে গোলাপি আভা,
তাও দেব, রাঙ্গিয়ে দেব ঠোঁট,
ভোমরের কাছ থেকে এনে কালো
রাঙ্গাব তোমার চোখ।
যদি চাও রেশমি শাড়ি,
বুনে দেব, একে দেব সাত রঙে,
ঝিনুকের কাছ থেকে এনে মুক্তা
পরাব গলার হারে।
চাও যদি সোনার কাঁকন,
গড়িয়ে দেব, পরিয়ে দেব হাতে,
কার সাধ্য আছে বোঝার
কে সুন্দর করেছে কাকে।
বল, আর কি কি চাও,
এ পৃথিবীর যা কিছু সুন্দর
সবই দিয়ে আমি সাজাব তোমায়,
বিনিময়ে চাইবনা কিছু,
শুধু চাইব এতটুকু,
তোমার ঐ ব্যস্ত হৃদয়ে
আমাকে রেখে দাও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৬/০২/২০১৫অতটুকু চায়না বালিকা, একটু ভালোবাসা চায়___
-
এফ সাকি ২০/০১/২০১৫মন পেতে হয় মন বুঝিতে
চায় কী ইশারায়,
চিনতে পারা যায় শুধু যে
মনের শুদ্ধতায়। -
রক্তিম ২০/০১/২০১৫সুন্দর এই মানসিক চাওয়া ।
-
ফিরোজ মানিক ১৯/০১/২০১৫কবিতাটি অনেক সুন্দর হয়েছে। আপনার চিন্তা শক্তি অনেক প্রখর,কল্পনা শক্তিও।
-
স্বপন রোজারিও(১) ১৯/০১/২০১৫সুন্দর। প্রিয়ার জন্য সবকিছু করা সম্ভব।
-
অ ১৯/০১/২০১৫হুম বেশ ভালো লাগল ।
-
সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫chando, antu mil nai so fine
-
বেনামী পত্তনদার ১৯/০১/২০১৫সুন্দর
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৯/০১/২০১৫সম্ভব সুন্দর লাগলো। অনেক ভালো হয়েছে। চালিয়ে যান। এত ভালো লেখা প্রকাশ না করে উপায় নেই।