শীতের অভিযান
এক নতুনত্বের আগমন
সভ্রম হারানোর ভয়ে
প্রৌঢ়া রমনীর সহসা
কুয়াশার চাদড় বরণ
যেন ধর্মীয় অনুশাসন
অক্ষরে অক্ষরে পালন।
আলোর দেবতার অভিনয়
নাকী অভিমান
বিশ্বাস ঘাতকের ন্যায়
ধরণীর প্রাপ্য মজুরী হরণ
মীরজাফর সেজে
দৃঢ় সংকল্পের বাধ ভঙ্গন।
এটাই নিয়তির খেলা
গায়ক পাখি বোবা সেজে
নিঃস্ব সর্বসান্ত হয়ে
ভাসিয়ে দিয়েছে ভেলা
খেজুর বৃক্ষ রক্ত বিলায়
সকাল সন্ধ্যা বেলা।
শীত এক নতুনত্ব
এক বিষন্নতার নাম
শীত আছে বলেই
হয়েছে গ্রীষ্মের অপমান
ধরণীকে নব সজ্জিত করে
চলছে তার অভিযান।
সভ্রম হারানোর ভয়ে
প্রৌঢ়া রমনীর সহসা
কুয়াশার চাদড় বরণ
যেন ধর্মীয় অনুশাসন
অক্ষরে অক্ষরে পালন।
আলোর দেবতার অভিনয়
নাকী অভিমান
বিশ্বাস ঘাতকের ন্যায়
ধরণীর প্রাপ্য মজুরী হরণ
মীরজাফর সেজে
দৃঢ় সংকল্পের বাধ ভঙ্গন।
এটাই নিয়তির খেলা
গায়ক পাখি বোবা সেজে
নিঃস্ব সর্বসান্ত হয়ে
ভাসিয়ে দিয়েছে ভেলা
খেজুর বৃক্ষ রক্ত বিলায়
সকাল সন্ধ্যা বেলা।
শীত এক নতুনত্ব
এক বিষন্নতার নাম
শীত আছে বলেই
হয়েছে গ্রীষ্মের অপমান
ধরণীকে নব সজ্জিত করে
চলছে তার অভিযান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ জুলফিকার আলী ২১/১২/২০১৬
-
সোলাইমান ২১/১২/২০১৬কবিতাখানি আমাকে আমার সেই সবুজ শ্যামল গ্রামখানিতে নিয়ে যাই। আমি আবেগে হারিয়ে যাই
-
ইন্তিখাব আলম ২১/১২/২০১৬নতুন সাধের কবিতা।
-
রইস উদ্দিন খান আকাশ ২১/১২/২০১৬প্রকৃতির অপূর্ব খেলা
গায়ক পাখি বোবা সেজে
নিঃস্ব সর্বসান্ত হয়ে
ভাসিয়ে দিয়েছে ভেলা। ...... হৃদয় ছুঁয়ে গেল কবি।