হারিয়ে গেল
তুমি অবর্তমান
তাই হারিয়ে গেল কল্পনা;
উদার নয়নে মেঘের পানে চেয়েও
কোনরূপ ভাব আসে না।
চৌকস ভাষা যা ছিল---
সব কোথায় যেন হারিয়ে গেল।
তোমার অনুপস্থিতি আমার ভাবুক মনে
খন্ডাল তরবারি।
ভাব হারিয়ে গেল
রব হারিয়ে গেল
সব হারিয়ে গেল--
তুমি অবর্তমান বলে আমার কল্পতরু
নির্জীব হয়ে গেল।
দিগ্বিদিক পানে আর মনে মনে চেয়েও
কোনরূপ যশ আসে না।
তুমি অবর্তমান
তাই হারিয়ে গেল কল্পনা।
তাই হারিয়ে গেল কল্পনা;
উদার নয়নে মেঘের পানে চেয়েও
কোনরূপ ভাব আসে না।
চৌকস ভাষা যা ছিল---
সব কোথায় যেন হারিয়ে গেল।
তোমার অনুপস্থিতি আমার ভাবুক মনে
খন্ডাল তরবারি।
ভাব হারিয়ে গেল
রব হারিয়ে গেল
সব হারিয়ে গেল--
তুমি অবর্তমান বলে আমার কল্পতরু
নির্জীব হয়ে গেল।
দিগ্বিদিক পানে আর মনে মনে চেয়েও
কোনরূপ যশ আসে না।
তুমি অবর্তমান
তাই হারিয়ে গেল কল্পনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পিয়ালী দত্ত ২৩/০৯/২০১৪অসাধারন
-
একনিষ্ঠ অনুগত ২৩/০৯/২০১৪স্বপ্ন হারায়, কল্পনা নয়।।
ভালো লাগলো। ৬/১০। -
বেনামী পত্তনদার ২৩/০৯/২০১৪কল্পনা হারিয়ে যায় কি?
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/০৯/২০১৪সবাই সব ভূলে যায় আর সবার সব কিছু হারিয়ে যায়।
-
মনিরুজ্জামান শুভ্র ২২/০৯/২০১৪বাহ বেশ লাগলো ।