কাগজের ঘুড়ি
জীবন হতে পারতো কাগজের ঘুড়ি
নির্দ্বিধায় শহরের বুকের সব ছাদকে
পায়ের তলে রেখে তর্ তর্ করে
উড়ে চলত, হাওয়ায় পাখনা জুড়ি।
গোটা কোলকাতা দু'চোখ মেলে
আকাশের দিকে চেয়ে বলতো
সুন্দর, অপূর্ব তার পাক খাওয়া
লাট্টুর মতো ঘুরতে ঘুরতে কখনও
নেমে আসতো অবিনাশদের বাড়ির চিলেকোঠায়
ছাদের কিনারায়, আবার একটানে
উড়ে যেতো অসীম আকাশের ঠিকানায়
চেনা অচেনা মিলে মিশে খেলতো ধরাধরি।
প্যাঁচে পাক খাওয়া ভালোবাসা
চলতো গড়িয়ে অনেকক্ষণ ধরে,
অপেক্ষমান সাধারন প্রেম না করা
জীবেরা থরে থরে দাঁড়িয়ে
ভাবতো আনমনা হয়ে, আর কতক্ষণ!
ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়,
কেটে যায় দড়ি.........
ভোঁও........কাটা..........
ঘুড়ি এবার হাল ছেড়ে দেয়
সময়ের ঢেউকে অনুমতি দিয়ে দেয়।
ভেবে নেয় সকল বন্ধন ছিন্ন হল বুঝি,
মুক্তির স্বাদে এল এক নতুন দিশার প্রেরনা।
কিন্তু ভূমিতলে অপেক্ষমাণ আনকোরা
বিচ্ছু ছেলেটার লক্ লকে কঞ্চি
কান ধরে টেনে নিয়ে যায় তার পুরোনো ডেরায়,
জুড়ে দেয় সুতো এবং আবার আকাশে ওড়ায়।
নির্দ্বিধায় শহরের বুকের সব ছাদকে
পায়ের তলে রেখে তর্ তর্ করে
উড়ে চলত, হাওয়ায় পাখনা জুড়ি।
গোটা কোলকাতা দু'চোখ মেলে
আকাশের দিকে চেয়ে বলতো
সুন্দর, অপূর্ব তার পাক খাওয়া
লাট্টুর মতো ঘুরতে ঘুরতে কখনও
নেমে আসতো অবিনাশদের বাড়ির চিলেকোঠায়
ছাদের কিনারায়, আবার একটানে
উড়ে যেতো অসীম আকাশের ঠিকানায়
চেনা অচেনা মিলে মিশে খেলতো ধরাধরি।
প্যাঁচে পাক খাওয়া ভালোবাসা
চলতো গড়িয়ে অনেকক্ষণ ধরে,
অপেক্ষমান সাধারন প্রেম না করা
জীবেরা থরে থরে দাঁড়িয়ে
ভাবতো আনমনা হয়ে, আর কতক্ষণ!
ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়,
কেটে যায় দড়ি.........
ভোঁও........কাটা..........
ঘুড়ি এবার হাল ছেড়ে দেয়
সময়ের ঢেউকে অনুমতি দিয়ে দেয়।
ভেবে নেয় সকল বন্ধন ছিন্ন হল বুঝি,
মুক্তির স্বাদে এল এক নতুন দিশার প্রেরনা।
কিন্তু ভূমিতলে অপেক্ষমাণ আনকোরা
বিচ্ছু ছেলেটার লক্ লকে কঞ্চি
কান ধরে টেনে নিয়ে যায় তার পুরোনো ডেরায়,
জুড়ে দেয় সুতো এবং আবার আকাশে ওড়ায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমরেশ সুবোধ পড়্যা ১০/০৯/২০১৫খুব সুন্দর।
-
অ ২৯/০৭/২০১৫চমৎকার লিখেছেন কবি ।
-
জাফর পাঠান ২৮/০৭/২০১৫ভালো লাগা রেখে গেলাম । ভালো থাকুন সতত।
-
মোবারক হোসেন ২৭/০৭/২০১৫আমিও ঘুড়ি হতে চাই আবার থমকে দাড়াই
দুষ্ট বালকের ভয়ে। ধন্যবাদ কবি। -
কিশোর কারুণিক ২৭/০৭/২০১৫আবার পড়লাম
-
কিশোর কারুণিক ২৬/০৭/২০১৫ভাল
-
স্বাধীন আমিনুল ইসলাম ২৫/০৭/২০১৫জীবনটা এই ঘুড়ীর মতই