জানতে চাই
শেষ প্রশ্নের শেষ উত্তর থাকতো যদি মোর জানা
জীবন যুদ্ধে জেতার বাজি ধরতে বলতে কি মানা?
সহজ করে গড়েছ প্রাণ, কঠিন করেছ পথ
পিছল্ রাস্তায় চলতে চলতে ভাঙলো যে মোর রথ।
রাজার রাজা দীন সাজো কেন, ঘুরে বেড়াও যেথা সেথা
ছদ্মবেশে, ভিখারী বেশে পথে পড়ে থাকো বৃথা!
শ্বেতপাথরের অট্টালিকার মাঝে পেতে যে সুখ অন্তহীন,
আমার আমি খুঁজে চলি এক প্রশ্ন উত্তরহীন।
দীনের দয়াল করেছ সবে রাজা, নিজে হয়েছ দীন
হতভাগ্য ললাট রেখা বক্র অর্বাচীন।
সাধ হয় না জন্মিতে পুনঃ, অজ্ঞান নিশীথ মন
জানলে কি মন, ভরতো স্বজন, রাজা পেতো মান ধন?
হয়তো আবার ফিরব এপথে, শুরু এককোশী হতে
মাটির পথে একা হেঁটে যাব রাজপথ থেকে গলিতে
পুরানো রাস্তায় বহু প্রাচীন এক প্রশ্নের উত্তর জানতে।।
জীবন যুদ্ধে জেতার বাজি ধরতে বলতে কি মানা?
সহজ করে গড়েছ প্রাণ, কঠিন করেছ পথ
পিছল্ রাস্তায় চলতে চলতে ভাঙলো যে মোর রথ।
রাজার রাজা দীন সাজো কেন, ঘুরে বেড়াও যেথা সেথা
ছদ্মবেশে, ভিখারী বেশে পথে পড়ে থাকো বৃথা!
শ্বেতপাথরের অট্টালিকার মাঝে পেতে যে সুখ অন্তহীন,
আমার আমি খুঁজে চলি এক প্রশ্ন উত্তরহীন।
দীনের দয়াল করেছ সবে রাজা, নিজে হয়েছ দীন
হতভাগ্য ললাট রেখা বক্র অর্বাচীন।
সাধ হয় না জন্মিতে পুনঃ, অজ্ঞান নিশীথ মন
জানলে কি মন, ভরতো স্বজন, রাজা পেতো মান ধন?
হয়তো আবার ফিরব এপথে, শুরু এককোশী হতে
মাটির পথে একা হেঁটে যাব রাজপথ থেকে গলিতে
পুরানো রাস্তায় বহু প্রাচীন এক প্রশ্নের উত্তর জানতে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমরেশ সুবোধ পড়্যা ০৩/০৮/২০১৫সুন্দর কবিতা।
-
জহরলাল মজুমদার ১০/০৭/২০১৫সাদ- স্বাদ আর মোর শব্দটি বাদ দিলে ঠিকঠাক
-
শাহাদাত হোসেন রাতুল ১০/০৭/২০১৫Bah chue dilen Mon
Valo laga o Valobasha Rekhe gelam apnar lekhar seshe .. -
শান্তনু ব্যানার্জ্জী ১০/০৭/২০১৫মন ছুঁয়ে গেলো। অসাধারণ।
-
দ্বীপ সরকার ১০/০৭/২০১৫অনবদ্য।