www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কলম

কলম তুমি কার?
কাগজ বলে, আমার ওপর দাগ কাটে,
তাই সে শুধুই আমার।
দৃঢ় কন্ঠে লেখক বলে
ভাবনা ছিল মনে যার,
এর দাবি যে কেবল তার।
মাঝখানে পড়ে কলম দুজনার
ভাবে....... এ কি ঝামেলা হল এবার?
বেশ তো ছিলাম এত বছর,
মাথা ঘষে কাগজের ওপর
নীরবে লিখে গেছি কত ভাষা!
তবুও কাগজ করেনি বিদ্রোহ,
লেখকের মেটেনি লেখার আশা।
তবে আজ অসময়ে কেন বিরতি,
কেন দুজনার এত বচসা?
প্রশ্ন হল মনে, সবার ভাগ্য লিখেও কি
নিজের বেলায় দিলাম ফাঁকি!
জানলাম না, কে আমার-কার আমি?
রহস্য, রহস্যেই থেকে গেল
জানালো না অন্তর্যামি।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জীবনের টানাপড়েনের মাঝে - কে - কার ? কবিতাটি অতি সুন্দর। অনেক অনেক শুভেচ্ছা রইলো।
  • মোবারক হোসেন ১১/০৭/২০১৫
    কলমের লেখা মানুষের মঙ্গলে এলে কলম লেখকের।
    আর অমঙ্গল হলে ভাগ্যের আর কোন কাজে না এলে
    ডাষ্টবিনের ।।ধন্যবাদ কবি।
  • জহরলাল মজুমদার ১০/০৭/২০১৫
    না ভাল লাগল না
  • Kolom nie besh onuvhuti prokas korchen
    Valo laglo apnar ei onuvhuti
    Valo laga o Valobasha Rekhe gelam apnar lekhar seshe ....
  • দারুণ ... ভাল লাগলো।
  • ইকবাল হাসান ১০/০৭/২০১৫
    ভাল লিখেছেন...। শুভ কামনা রইল।
  • দ্বীপ সরকার ১০/০৭/২০১৫
    অনবদ্য লেখনী!
  • মায়নুল হক ০৯/০৭/২০১৫
    খুবি ভালো লাগলো কলম বলে তুমি কার কাগজ বলে আমার ওপর দাগ কাঠে তাই সে শুধু আমার
 
Quantcast