ভূ-কম্প
ছোটো ছোটো প্রাণ ছোটো ছোটো কথা
ভূকম্পে বেজে উঠল বুক ভরা ব্যাথা।
কেঁপেছে নেপাল, কেঁপেছে বিশ্বধরা
অগণিত মানুষ গিয়েছে মারা,
শোকস্তব্ধ পৃথিবীর টলেছে বার বার মাথা
গিয়েছে যারা আজ অতলে তলিয়ে
ভগ্নস্তূপের স্রোত ভাসিয়ে
নিথর দেহ দিগভ্রান্ত দিশেহারা।
শিশু কেন হয়েছে কোল-হারা?
শোকবার্তা অশ্রু ঝরিয়ে পড়েছে তুষার চাপা,
ঠিকানা শুধু গেছে মুছে তার
ভাঙা ঘরে আর হবে না যে ফেরা।।
ভূকম্পে বেজে উঠল বুক ভরা ব্যাথা।
কেঁপেছে নেপাল, কেঁপেছে বিশ্বধরা
অগণিত মানুষ গিয়েছে মারা,
শোকস্তব্ধ পৃথিবীর টলেছে বার বার মাথা
গিয়েছে যারা আজ অতলে তলিয়ে
ভগ্নস্তূপের স্রোত ভাসিয়ে
নিথর দেহ দিগভ্রান্ত দিশেহারা।
শিশু কেন হয়েছে কোল-হারা?
শোকবার্তা অশ্রু ঝরিয়ে পড়েছে তুষার চাপা,
ঠিকানা শুধু গেছে মুছে তার
ভাঙা ঘরে আর হবে না যে ফেরা।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শান্তনু ব্যানার্জ্জী ১০/০৭/২০১৫খুব ভাল লাগলো দাদা। শুভেচ্ছা নেবেন।
-
সাইদুর রহমান ০৩/০৭/২০১৫বাহ চমৎকার।
-
নমিতা বোস ০২/০৭/২০১৫কবিতাটি খুব ভাল হয়েছে।শুধু এক জায়গায় বানান ভুল, দিগভ্রান্ত হবে। গ টা পরেনি।তবুও ভাল ।
-
জহরলাল মজুমদার ০২/০৭/২০১৫বা! দারুণ
-
মোবারক হোসেন ০২/০৭/২০১৫কবিতায় মনটা কাদালে। ধন্যবাদ কবি।