কৃশানু মাইতি
কৃশানু মাইতি-এর ব্লগ
-
জীবন হতে পারতো কাগজের ঘুড়ি
নির্দ্বিধায় শহরের বুকের সব ছাদকে
পায়ের তলে রেখে তর্ তর্ করে
উড়ে চলত, হাওয়ায় পাখনা জুড়ি। [বিস্তারিত] -
পেরেছো কি কোনোদিন
নিভৃতে নির্জনে চিৎকার করে কাঁদতে?
অন্ধ মোহের হাতছানি দেওয়া
ছায়ার পিছে ছুটতে ছুটতে, [বিস্তারিত] -
কলম তুমি কার?
কাগজ বলে, আমার ওপর দাগ কাটে,
তাই সে শুধুই আমার।
দৃঢ় কন্ঠে লেখক বলে [বিস্তারিত] -
শেষ প্রশ্নের শেষ উত্তর থাকতো যদি মোর জানা
জীবন যুদ্ধে জেতার বাজি ধরতে বলতে কি মানা?
সহজ করে গড়েছ প্রাণ, কঠিন করেছ পথ
পিছল্ রাস্তায় চলতে চলতে ভাঙলো যে মোর রথ। [বিস্তারিত] -
ছোটো ছোটো প্রাণ ছোটো ছোটো কথা
ভূকম্পে বেজে উঠল বুক ভরা ব্যাথা।
কেঁপেছে নেপাল, কেঁপেছে বিশ্বধরা
অগণিত মানুষ গিয়েছে মারা, [বিস্তারিত]