www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেষের ঘুম

(১)
আমি ঘুমাতে বড় ভালোবাসি।
ঘুম থেকে উঠে এক কাপ চা,
সাথে দুটো বিস্কুট,
হাতে একটা সিগারেট,
চুমুকে আর ধোঁয়ার টানে,
সব সমস্যার সমাধান করতে ভালোবাসি!

(২)
আমি আড্ডার ঘরে বসে থাকি
কাজের সময়,
অবসর সময়!
হই হুল্লোড় তাস ক্যারামের পার্টিতে
সময় ভুলে যাই নেষার আসরে
পরকে আপন করি মাথায় তুলে,
স্বজনকে লাথি মারি বুকে, রোজ সজোরে!

(৩)
আমি ন্যাকামি করতে ভালোবাসি।
কথার জাল গেঁথে
মান্যতা দিই চরম হিংসাকেও!
অর্থ ও পেশি শক্তির অপব্যবহার,
অসহায় ভাইদের নির্যাতন করে বারবার,
যতক্ষণ না নিজের স্বার্থসিদ্ধি ঘটে!

(৪)
হঠাৎ আমার ভালবাসার ঘুম
আজ গভীর রাতে জাগিয়ে দিয়েছে
শয়তানদের বিকৃত উল্লাস!
আশপাশের আমার সকল আপন,
পদপিষ্ট অপমানিত হয়ে কবেই তারা পলাতক!
এইবারে জাগ্রত আমি সম্পুর্ণ,,,
বোকা বোবা একা
শুধু দাঁড়িয়ে অপেক্ষায় তিলতিল মৃত্যুর!


সময়: ০৮/০৯/২০২৪, ১৪:৪৩ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৯/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দার্শনিক কবিতা।
  • সুন্দর অনেক।
  • সুন্দর অনুভূতির প্রকাশ।
  • ফয়জুল মহী ০৮/০৯/২০২৪
    ভীষণ সুন্দর লিখেছেন।
  • গভীর দর্শন
 
Quantcast