www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছোবল

চিৎকার, আর্তনাদ আর কান্নায়,
দশদিক আতংকিত আজ!
সকাল, বিকাল, রাতে-
ভয়াবহতা আঘাত করছে দরজাতে।
মান, সন্মান, প্রাণ, সম্পদ-
প্রকাশ্যেই হচ্ছে লুটপাট!
বিকট উল্লাসের উন্মত্ততায়,,,,

বিশাক্ত ছোবলের অমানুষিক অত্যাচার,
উশৃংখল ভীড়ের অশালীন ব্যবহার,
বুক ফুলিয়ে করে অপরাধ!
সজোরে লাথি মারে নিস্পাপ শরীরে
ক্ষত বিক্ষত শত অবলা নিরীহ!

নগ্ন আধুনিকতার আদর্শ,
ধ্বংস করছে সব অক্লান্ত পরিশ্রমে!
ফুর্তির আনন্দ রাত্রে বিজয় উল্লাসে,
চলছে, চলবে পুরোদমে।
দম বন্ধ পরিস্থিতিতে,
কারা যেন বলছে গলা টিপে-
"তুই চুপ থাক,,,"



সময়: ২২/০৮/২০২৪, ০৭:৩৯ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অসাধারণ।
  • জে এস এম অনিক ২২/০৮/২০২৪
    চমৎকার
  • শ.ম. শহীদ ২২/০৮/২০২৪
    অসামান্য
  • suman ২২/০৮/২০২৪
    পৃথিবীর বুক থেক সব অন্যায়ের অত্যাচারের মূল উৎপাটিত হোক...
  • সুন্দর প্রকাশ।
 
Quantcast