ছোবল
চিৎকার, আর্তনাদ আর কান্নায়,
দশদিক আতংকিত আজ!
সকাল, বিকাল, রাতে-
ভয়াবহতা আঘাত করছে দরজাতে।
মান, সন্মান, প্রাণ, সম্পদ-
প্রকাশ্যেই হচ্ছে লুটপাট!
বিকট উল্লাসের উন্মত্ততায়,,,,
বিশাক্ত ছোবলের অমানুষিক অত্যাচার,
উশৃংখল ভীড়ের অশালীন ব্যবহার,
বুক ফুলিয়ে করে অপরাধ!
সজোরে লাথি মারে নিস্পাপ শরীরে
ক্ষত বিক্ষত শত অবলা নিরীহ!
নগ্ন আধুনিকতার আদর্শ,
ধ্বংস করছে সব অক্লান্ত পরিশ্রমে!
ফুর্তির আনন্দ রাত্রে বিজয় উল্লাসে,
চলছে, চলবে পুরোদমে।
দম বন্ধ পরিস্থিতিতে,
কারা যেন বলছে গলা টিপে-
"তুই চুপ থাক,,,"
সময়: ২২/০৮/২০২৪, ০৭:৩৯ মি:
দশদিক আতংকিত আজ!
সকাল, বিকাল, রাতে-
ভয়াবহতা আঘাত করছে দরজাতে।
মান, সন্মান, প্রাণ, সম্পদ-
প্রকাশ্যেই হচ্ছে লুটপাট!
বিকট উল্লাসের উন্মত্ততায়,,,,
বিশাক্ত ছোবলের অমানুষিক অত্যাচার,
উশৃংখল ভীড়ের অশালীন ব্যবহার,
বুক ফুলিয়ে করে অপরাধ!
সজোরে লাথি মারে নিস্পাপ শরীরে
ক্ষত বিক্ষত শত অবলা নিরীহ!
নগ্ন আধুনিকতার আদর্শ,
ধ্বংস করছে সব অক্লান্ত পরিশ্রমে!
ফুর্তির আনন্দ রাত্রে বিজয় উল্লাসে,
চলছে, চলবে পুরোদমে।
দম বন্ধ পরিস্থিতিতে,
কারা যেন বলছে গলা টিপে-
"তুই চুপ থাক,,,"
সময়: ২২/০৮/২০২৪, ০৭:৩৯ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ সোহেল মাহমুদ ১৪/১২/২০২৪অসাধারণ।
-
জে এস এম অনিক ২২/০৮/২০২৪চমৎকার
-
শ.ম. শহীদ ২২/০৮/২০২৪অসামান্য
-
suman ২২/০৮/২০২৪পৃথিবীর বুক থেক সব অন্যায়ের অত্যাচারের মূল উৎপাটিত হোক...
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২২/০৮/২০২৪সুন্দর প্রকাশ।