সর্বনাশ
সর্বনাশ হয়ে গেছে,,,
এখন শুধু দেখার পালা তামাশা।
বারান্দার এক কোণে- দীর্ঘশ্বাসে
দাঁড়িয়ে ভিডিও করছি- হতাশা!
বিদ্রোহ কেন বিপদ,,,
পরিবর্তিত শ্লোগানের আসছে হুমকি।
শয়তানদের দখলেই শাসন পদ,
নির্দোষরা পাচ্ছে চড়, ঘুসি, লাথি!
অন্যায়, ভয়, সন্ত্রাস,,,
প্রকাশ্যে উচ্ছ্বসিত, তোমার রাজপথে।
নেশায় আচ্ছন্ন হৃদয়ের বিশাক্ত শ্বাস,
বীজ বুনছে নিশ্বাপ রক্তে!
হতভাগা জীবনের কান্না,,,
চক্রবৃদ্ধির সুদে দেয় বঞ্চনা, শোষণ।
রাজা, তুমি ফুর্তিতেই করো রোজ রান্না;
শ্মশানের শান্তিই হবে তোমার আভূষণ!
সময়: ২২/০৭/২০২৪, ১৬:৩০ মি:
এখন শুধু দেখার পালা তামাশা।
বারান্দার এক কোণে- দীর্ঘশ্বাসে
দাঁড়িয়ে ভিডিও করছি- হতাশা!
বিদ্রোহ কেন বিপদ,,,
পরিবর্তিত শ্লোগানের আসছে হুমকি।
শয়তানদের দখলেই শাসন পদ,
নির্দোষরা পাচ্ছে চড়, ঘুসি, লাথি!
অন্যায়, ভয়, সন্ত্রাস,,,
প্রকাশ্যে উচ্ছ্বসিত, তোমার রাজপথে।
নেশায় আচ্ছন্ন হৃদয়ের বিশাক্ত শ্বাস,
বীজ বুনছে নিশ্বাপ রক্তে!
হতভাগা জীবনের কান্না,,,
চক্রবৃদ্ধির সুদে দেয় বঞ্চনা, শোষণ।
রাজা, তুমি ফুর্তিতেই করো রোজ রান্না;
শ্মশানের শান্তিই হবে তোমার আভূষণ!
সময়: ২২/০৭/২০২৪, ১৬:৩০ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ৩১/০৭/২০২৪সর্বনাশ হয়ে গেছে
-
আলমগীর সরকার লিটন ২৫/০৭/২০২৪বেশ ভাবনাময়
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৭/২০২৪ভাল
-
ফয়জুল মহী ২২/০৭/২০২৪সুন্দর লিখেছেন কবি
ভালো লাগলো