www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগ্রাসন

উফ! এ এক নিকৃষ্ট
সুনিপুণ শঠতা পদ্ধতি,
পায়ের তলায় পিষে পিষে মারে
রোজ সত্যের গতি!
আস্তে-ধীরে জিহ্বায় পায়
আদিমতার কাঁচা স্বাদ,
সোনায় মিশিয়ে দিচ্ছে কারা
গাঢ় বিশাক্ত খাঁদ?


স্ব-ইচ্ছায় ভুল,
প্রতিদিন করে গর্বিত প্রতারক,
ভবিষ্যৎ ধুলোয় উড়িয়ে হাসছে...
করছেও হাঁক-ডাক!
অপদার্থ এই জীবনের যত
রয়েছে অণু পরমাণু,
যেন বিস্মিত, বিস্মৃত, মেরুদণ্ডহীন
এক নেশাগ্রস্ত জনু!


অলীক কল্পনার জালে জড়িয়েও
অবাধ্য নব গিঁঠ,
লক্ষ্যহীন হতাশ যৌবনের
দেয়ালে ঠেকেছে শেষ পিঠ!
সন্মানিত অসন্মান;
কেই বা দিল ধরতে হাল?
মাঝ নদীতে অসহায় কাঁদে
যখন ফুঁসছে জোয়ারের জল!



সময়: ০৮/০৬/২০২৩, ১৭:০৩ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৬/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর!
  • সুন্দর ব্যাখ্যা
  • ♥️
 
Quantcast