আগ্রাসন
উফ! এ এক নিকৃষ্ট
সুনিপুণ শঠতা পদ্ধতি,
পায়ের তলায় পিষে পিষে মারে
রোজ সত্যের গতি!
আস্তে-ধীরে জিহ্বায় পায়
আদিমতার কাঁচা স্বাদ,
সোনায় মিশিয়ে দিচ্ছে কারা
গাঢ় বিশাক্ত খাঁদ?
স্ব-ইচ্ছায় ভুল,
প্রতিদিন করে গর্বিত প্রতারক,
ভবিষ্যৎ ধুলোয় উড়িয়ে হাসছে...
করছেও হাঁক-ডাক!
অপদার্থ এই জীবনের যত
রয়েছে অণু পরমাণু,
যেন বিস্মিত, বিস্মৃত, মেরুদণ্ডহীন
এক নেশাগ্রস্ত জনু!
অলীক কল্পনার জালে জড়িয়েও
অবাধ্য নব গিঁঠ,
লক্ষ্যহীন হতাশ যৌবনের
দেয়ালে ঠেকেছে শেষ পিঠ!
সন্মানিত অসন্মান;
কেই বা দিল ধরতে হাল?
মাঝ নদীতে অসহায় কাঁদে
যখন ফুঁসছে জোয়ারের জল!
সময়: ০৮/০৬/২০২৩, ১৭:০৩ মি:
সুনিপুণ শঠতা পদ্ধতি,
পায়ের তলায় পিষে পিষে মারে
রোজ সত্যের গতি!
আস্তে-ধীরে জিহ্বায় পায়
আদিমতার কাঁচা স্বাদ,
সোনায় মিশিয়ে দিচ্ছে কারা
গাঢ় বিশাক্ত খাঁদ?
স্ব-ইচ্ছায় ভুল,
প্রতিদিন করে গর্বিত প্রতারক,
ভবিষ্যৎ ধুলোয় উড়িয়ে হাসছে...
করছেও হাঁক-ডাক!
অপদার্থ এই জীবনের যত
রয়েছে অণু পরমাণু,
যেন বিস্মিত, বিস্মৃত, মেরুদণ্ডহীন
এক নেশাগ্রস্ত জনু!
অলীক কল্পনার জালে জড়িয়েও
অবাধ্য নব গিঁঠ,
লক্ষ্যহীন হতাশ যৌবনের
দেয়ালে ঠেকেছে শেষ পিঠ!
সন্মানিত অসন্মান;
কেই বা দিল ধরতে হাল?
মাঝ নদীতে অসহায় কাঁদে
যখন ফুঁসছে জোয়ারের জল!
সময়: ০৮/০৬/২০২৩, ১৭:০৩ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১০/০৬/২০২৩সুন্দর!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০৬/২০২৩সুন্দর ব্যাখ্যা
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৯/০৬/২০২৩♥️