www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হজমশক্তি

দেখতে পাচ্ছি অপরাধ,
মহানিকৃষ্ট পৈশাচিক উন্মাদ উল্লাস!
হাহাকার দশদিকে- সীমাহীন যন্ত্রণা ফাঁদ,
তেড়েফুঁড়ে রে-রে করে,
হইহই খি-খি হাসে...
শয়তানী সর্বনাশ!


শুনতে পাচ্ছি আর্তনাদ,
ভীতসন্ত্রস্ত প্রাণের নিদারুণ আবেদন!
বিনাদোষে চরম শাস্তি- সমস্ত বরবাদ,
বিদ্বেষের বিষ ফোঁস,
নেই কোন আফসোস...
হায়েনারা বড়ই অবুঝ।


মহারাজা, তুমি তো মহান!
অসম্ভব নির্লিপ্ত, নিস্পৃহ, ভাবলেশহীন!
সর্বজ্ঞানী, তবুও নিন্দুকেরা করে বদনাম,
পরমযত্নে আহার করে,
লম্বা টানা ঢেকুরে...
হজমের শক্তি প্রদর্শন।


মহারাজা, তুমি ঘুমিয়েই থাকো!
সব থেমে যাক; তারপরই জেগে উঠো।
চাই বিষন্নতার চুকচুক, আর গালে অশ্রু;
কিন্তু দেখবে কে...?
কিন্তু বুঝবে কে...?
উফ! গেল-রে কোথায় সকলে?




সময়: ২০/১০/২০২১, ২১:৫১ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সুন্দর ----
  • বিধান চন্দ্র ধর ২১/১০/২০২১
    কলম শক্তি ছড়িয়ে যাক,
    অসাধারণ লেখা ।
  • ভালো লিখেছেন।
  • সুব্রত ভৌমিক ২০/১০/২০২১
    ঠিকই।
    চারদিকে সর্বনাশ।
    ভালো লিখেছেন কবি।
    শুভেচ্ছা রইল।
 
Quantcast