আগুন
মুখ বুঁজে চুপ থাকো,
চোখ দু'টো উল্টে রাখো,
আর্তনাদে দু'কানে তুলো গুঁজো।
যখন চরম আগুন লেগেছে
তোমারই পাশের বাড়িতে...
সাহায্যের হাত নাই বা বাড়ালে,
সজোরে চিৎকার নাই বা করলে,
একটু বাঁচানোর নাটক তো করতে!
যখন চরম আগুন লেগেছে
তোমারই পাশের বাড়িতে...
এ মহাকিংকর্তব্যবিমুঢ়তার দিব্য জ্ঞান,
নান্দনিক অনুভূতির হাস্যরস ক্ষণ,
অবলীলায় স্ফুলিঙ্গের স্পর্শ বাড়ায় মান।
যখন চরম আগুন লেগেছে
তোমারই পাশের বাড়িতে...
পোড়া ছাই উড়ে যায় ঐ আকাশে,
লেলিহান শিখায় দেখি ঐ কারা হাসে,
সর্বস্ব নিশ্চিহ্ন আজ সর্বহারার শাপে।
এখন চরম আগুন লেগেছে
আমারই নিজের বাড়িতে...
সময়: ১৬/১০/২০২১, ১৩:৪৮ মি:
চোখ দু'টো উল্টে রাখো,
আর্তনাদে দু'কানে তুলো গুঁজো।
যখন চরম আগুন লেগেছে
তোমারই পাশের বাড়িতে...
সাহায্যের হাত নাই বা বাড়ালে,
সজোরে চিৎকার নাই বা করলে,
একটু বাঁচানোর নাটক তো করতে!
যখন চরম আগুন লেগেছে
তোমারই পাশের বাড়িতে...
এ মহাকিংকর্তব্যবিমুঢ়তার দিব্য জ্ঞান,
নান্দনিক অনুভূতির হাস্যরস ক্ষণ,
অবলীলায় স্ফুলিঙ্গের স্পর্শ বাড়ায় মান।
যখন চরম আগুন লেগেছে
তোমারই পাশের বাড়িতে...
পোড়া ছাই উড়ে যায় ঐ আকাশে,
লেলিহান শিখায় দেখি ঐ কারা হাসে,
সর্বস্ব নিশ্চিহ্ন আজ সর্বহারার শাপে।
এখন চরম আগুন লেগেছে
আমারই নিজের বাড়িতে...
সময়: ১৬/১০/২০২১, ১৩:৪৮ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৫/১০/২০২১অনবদ্য
-
নিলাদ্র নাজিম ১৮/১০/২০২১সুন্দর
-
বিধান চন্দ্র ধর ১৭/১০/২০২১ভালো লাগলো কবি
-
ফয়জুল মহী ১৬/১০/২০২১অনন্য সুন্দর প্রকাশ।
-
মোঃ ফরিদুল ইসলাম ১৬/১০/২০২১ভালো লিখনি
-
সুব্রত ভৌমিক ১৬/১০/২০২১দুর্দান্ত সময় উপযোগী কবিতা।
অনেক শুভেচ্ছা রইল। -
আলমগীর সরকার লিটন ১৬/১০/২০২১চমৎকার