ছন্দপতন
স্বপ্নের জগতে তুমি থাকতে চাও,
বেশ! তোমায় বিরক্ত করবো না।
কারন প্রতিটি নেষার ঘোর কাটে,
শুধু অল্প একটু সময়ের অপেক্ষা।
স্বার্থপর আবেগের তুমি দোয়াই দাও,
ফলে, যুক্তি পরিনত হলো ঝগড়ায়।
শক্তিশালী ছলনার নাগপাশ ছুঁড়ে দিয়ে,
সরল জীবনে আঘাত করছো রোজ।
চোখ, কান, মুখ বন্ধ করেও বাঁচা যায়,
সুনিপুণ সে শিল্পকলা রক্তে আসছে।
শুধু ইতিহাসের পাতা উল্টে আবার দেখো,
অমেরুদণ্ডীদের স্থান কোথায় রাখা আছে।
সময়: ০৭/১০/২০২১, ২২:১৮ মি:
বেশ! তোমায় বিরক্ত করবো না।
কারন প্রতিটি নেষার ঘোর কাটে,
শুধু অল্প একটু সময়ের অপেক্ষা।
স্বার্থপর আবেগের তুমি দোয়াই দাও,
ফলে, যুক্তি পরিনত হলো ঝগড়ায়।
শক্তিশালী ছলনার নাগপাশ ছুঁড়ে দিয়ে,
সরল জীবনে আঘাত করছো রোজ।
চোখ, কান, মুখ বন্ধ করেও বাঁচা যায়,
সুনিপুণ সে শিল্পকলা রক্তে আসছে।
শুধু ইতিহাসের পাতা উল্টে আবার দেখো,
অমেরুদণ্ডীদের স্থান কোথায় রাখা আছে।
সময়: ০৭/১০/২০২১, ২২:১৮ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৯/১০/২০২১সুন্দর।।
-
জসিম উদ্দিন জয় ১৫/১০/২০২১সুন্দর কবিতা । শুভ কামনা রইলো কবি ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১০/২০২১চমৎকার
-
আলমগীর সরকার লিটন ০৯/১০/২০২১খুব সুন্দর ভাবনা
-
সুব্রত ভৌমিক ০৮/১০/২০২১মিটিয়ে নিন সব ভুল বোঝাবুঝি
আসুন, সবাই মিলে আনন্দে বাঁচি।
*************
ভালো থাকবেন কবি। -
ফয়জুল মহী ০৭/১০/২০২১বেশ