তুলনা
শিরা-উপশিরার রন্ধ্রে রন্ধ্রে,
উপস্থিত আজ আলস্য।
প্রাণ নাচে ফ্রী শব্দের সুগন্ধে,
থাকুক না যতই রহস্য!
প্রখর মস্তিষ্কের প্রতিটি নিউরোনের
আঁনাচে কাঁনাচের যুক্তি।
নিঃশব্দে দেখি যম কালো গ্রহণের
তান্ডবলীলা, প্রেম-ভক্তি।
আঁতেল কচকচানির শুভ্র ফেনা,
দাবানল হয় ঘন জঙ্গলে।
নেকড়েরা নাচে, শোনে না মানা,
রোজ নির্দোষ ছিঁড়ে চলে।
জিনের মিউটেশন স্বহস্তে করেছি,
তবে হঠাৎ কেন আফসোস?
তুলনার পাতে বিবেক মেরেছি,
আজ জীবন হয়েছে পোষ!
সময়: ২৭/০৮/২০২১, ১২:০৭ মি:
উপস্থিত আজ আলস্য।
প্রাণ নাচে ফ্রী শব্দের সুগন্ধে,
থাকুক না যতই রহস্য!
প্রখর মস্তিষ্কের প্রতিটি নিউরোনের
আঁনাচে কাঁনাচের যুক্তি।
নিঃশব্দে দেখি যম কালো গ্রহণের
তান্ডবলীলা, প্রেম-ভক্তি।
আঁতেল কচকচানির শুভ্র ফেনা,
দাবানল হয় ঘন জঙ্গলে।
নেকড়েরা নাচে, শোনে না মানা,
রোজ নির্দোষ ছিঁড়ে চলে।
জিনের মিউটেশন স্বহস্তে করেছি,
তবে হঠাৎ কেন আফসোস?
তুলনার পাতে বিবেক মেরেছি,
আজ জীবন হয়েছে পোষ!
সময়: ২৭/০৮/২০২১, ১২:০৭ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নিলাদ্র নাজিম ২৮/০৮/২০২১সত্যি অসাধারণ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৮/২০২১বেশ!
-
অভিজিৎ হালদার ২৭/০৮/২০২১সুন্দর ভাবনার অবতারণা করেছেন
-
আমান শেখ ২৭/০৮/২০২১সুন্দর মনোভাব এর অসাধারণ প্রকাশ।