মায়োপিয়া
হেয় উপেক্ষার মায়া জালে,
আত্মসমর্পিত বিদগ্ধ বিবেক।
দু'পায়ে আত্মগ্লানি পিষে চলে,
ভীক্ষা চায় অনেক।
সংস্কৃতিগুলির সংস্করণ ঘটে রোজ,
দানের জীবন হাসে।
শাসনের নীতিতে হচ্ছে নিখোঁজ,
নত শির ভালোবাসে।
ছাপোষা মন ব্যথার চাদরে,
উন্মত্ত থাকে নেষায়।
সহজাত মায়োপিয়া প্রতিটি ঘরে,
দিন আনা, দিন খাই।
সময়: ২৫/০৭/২০২১, ১৭:৪৬ মি:
আত্মসমর্পিত বিদগ্ধ বিবেক।
দু'পায়ে আত্মগ্লানি পিষে চলে,
ভীক্ষা চায় অনেক।
সংস্কৃতিগুলির সংস্করণ ঘটে রোজ,
দানের জীবন হাসে।
শাসনের নীতিতে হচ্ছে নিখোঁজ,
নত শির ভালোবাসে।
ছাপোষা মন ব্যথার চাদরে,
উন্মত্ত থাকে নেষায়।
সহজাত মায়োপিয়া প্রতিটি ঘরে,
দিন আনা, দিন খাই।
সময়: ২৫/০৭/২০২১, ১৭:৪৬ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১১/০৮/২০২১Awesome
-
জামাল উদ্দিন জীবন ১০/০৮/২০২১বেশ
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৮/২০২১ভালো।