www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসি রাতের আঁধার

(১).
ভালোবাসি ভালোভাবে ধামাচাপা করতে,
অনায়াসে সহাস্যে সুনিপুণ দু'হাতে।
অবিরাম উৎপীড়নের চরম বৃদ্ধিতে,
চোখ-নাক-কান বুঁজে, চুপ থাকতে-
দীর্ঘ প্রবচন দিই অসহায়কে।


(২).
বেহিসেবী বেয়াদবি সময়ের দু'পায়ে,
গন্ডগোলের গর্ব গাঁথা জড়িয়ে মুড়িয়ে।
কেলেংকারীর ফুলঝুরি রাতের আকাশে,
সশব্দে বিস্ফোরণ ঘটে হাসে উল্লাসে;
যেন শয়তানি শাসন- চির সর্বনেশে।


(৩).
ঘৃণার ঘট উপচে পরে বিকলাঙ্গ মনে,
সিগারেট লাইটার মুখে জ্বলে প্রতিক্ষণে।
সুধীজন খুঁজে মরে আলোর জন্যে,
মোমবাতি নেই কেন আজ এই দোকানে!
চারপাশে আঁধার আলো- যন্ত্রণা প্রাণে।




সময়: ১৮/০৭/২০২১, ২১:৫৭ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভিজিৎ হালদার ০৯/০৮/২০২১
    কবিতা মনের কথা বলে ,এ যেন এক কল্পনার জগতে নিয়ে যাওয়া।
  • কাব্যপাঠে অন্যরকম স্বাদ পেলাম কবি দা
  • ফয়জুল মহী ০৯/০৮/২০২১
    অসাধারণ লেখনি
  • ডাঃঅলোক সরকার ০৮/০৮/২০২১
    উপমায় রূপকে সুন্দর কথা বলে গেলেন কবি।শুভেচ্ছা।
 
Quantcast