একটি গিরগিটির কাহিনী
অতিউৎসাহী এক গিরগিটি,
মনস্থির করে শহরে যাবে।
তাঁর রং বদলের খেলা দেখিয়ে
দু-চার পয়সা, সাথে নাম কিনবে।
মহানগরের রাস্তায়,
তাঁর জানা সব কলা-কৌশল
প্রদর্শন করে সুচারু নিষ্ঠায়।
কিন্তু কেউ বিস্মিত হয় না, হায়!
সবাই মুচকি হাসে, পাশ কাটিয়ে যায়,
যেন এসব মিমিক্রি প্রতিদিনের দেখা!
অতিআশ্চর্য বাকরুদ্ধ বিফল;
তবু্ও হতবাক জিজ্ঞাসু মন,
দ্রুত করে সন্ধান-
প্রকৃতি প্রদত্ত্ব শিল্পীর এত কেন অপমান?
বেশ কিছুদিন লাগে বুঝতে-
ইট, কাঠ, পাথরের এই মহানগর
শুধুমাত্র বিশুদ্ধ স্তাবকদের।
দূর্নীতি, আদর্শহীন নাট্যমঞ্চের ভদ্রতা
পরিপূর্ণ- শঠতা, কুটিলতা, স্বার্থপরতায়,
নির্লজ্জ বেনিয়ম, বিশ্বাসঘাতকতায়।
ক্ষমতালোভী প্রাণেরা উদ্দাম উন্মাদনায়
যথেচ্ছ ঘর-জামা পাল্টায়,
পরিবেশ পরিবর্তনের হাওয়ায়।
অসামান্য রং বদলের দক্ষতায়
দেখে, বুঝে, শুনে সবাই-
নিয়মিত নব্য অভিযোজনে মন দেয়।
বেচারা গিরগিটি!
এ হেন শ্বাশত সত্য উপলব্ধি,
মাত্রাতিরিক্ত অবসাদ আনে আমৃত্যু।
কারণ এতসব অসাধারণ বৈচিত্র
নেই, নেই, নেই কারোও।
লজ্জা দেয়, হতাশা আনে, করে দর্পচূর্ণ-
ডাহা পরাজিত উন্নত দুশ্চরিত্রের ছলে;
অবশেষে ফিরে আসে- সবুজ জঙ্গলে!
সময়: ১৪/০৬/২০২১, ১১:২২ মি:
মনস্থির করে শহরে যাবে।
তাঁর রং বদলের খেলা দেখিয়ে
দু-চার পয়সা, সাথে নাম কিনবে।
মহানগরের রাস্তায়,
তাঁর জানা সব কলা-কৌশল
প্রদর্শন করে সুচারু নিষ্ঠায়।
কিন্তু কেউ বিস্মিত হয় না, হায়!
সবাই মুচকি হাসে, পাশ কাটিয়ে যায়,
যেন এসব মিমিক্রি প্রতিদিনের দেখা!
অতিআশ্চর্য বাকরুদ্ধ বিফল;
তবু্ও হতবাক জিজ্ঞাসু মন,
দ্রুত করে সন্ধান-
প্রকৃতি প্রদত্ত্ব শিল্পীর এত কেন অপমান?
বেশ কিছুদিন লাগে বুঝতে-
ইট, কাঠ, পাথরের এই মহানগর
শুধুমাত্র বিশুদ্ধ স্তাবকদের।
দূর্নীতি, আদর্শহীন নাট্যমঞ্চের ভদ্রতা
পরিপূর্ণ- শঠতা, কুটিলতা, স্বার্থপরতায়,
নির্লজ্জ বেনিয়ম, বিশ্বাসঘাতকতায়।
ক্ষমতালোভী প্রাণেরা উদ্দাম উন্মাদনায়
যথেচ্ছ ঘর-জামা পাল্টায়,
পরিবেশ পরিবর্তনের হাওয়ায়।
অসামান্য রং বদলের দক্ষতায়
দেখে, বুঝে, শুনে সবাই-
নিয়মিত নব্য অভিযোজনে মন দেয়।
বেচারা গিরগিটি!
এ হেন শ্বাশত সত্য উপলব্ধি,
মাত্রাতিরিক্ত অবসাদ আনে আমৃত্যু।
কারণ এতসব অসাধারণ বৈচিত্র
নেই, নেই, নেই কারোও।
লজ্জা দেয়, হতাশা আনে, করে দর্পচূর্ণ-
ডাহা পরাজিত উন্নত দুশ্চরিত্রের ছলে;
অবশেষে ফিরে আসে- সবুজ জঙ্গলে!
সময়: ১৪/০৬/২০২১, ১১:২২ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৫/০৮/২০২১অসাধারণ উপস্থাপন করলেন
-
ডাঃঅলোক সরকার ০৪/০৮/২০২১রূপকে দারুন বলেছেন কবি।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৮/২০২১দারুণ হয়েছে।