আর্তনাদ
আর্তনাদ করে কাঁদে প্রজা,
চোখ বুঁজে থাকে সান্ত্রী।
নেষায় অঘোরে ঘুমায় রাজা,
মাংস ভাজা খায় মন্ত্রী।
গুমোট চাপা ভয়ের জামা,
গায়ে দিয়ে হাসে অবিরাম।
উঠতে বসতে রক্তচক্ষুর ক্ষমা,
ভালোবাসার জন্যও দেয় দাম।
প্রাণের জন্য মান বিসর্জন,
জীবন্ত জীবাশ্ম হয়ে থাকা।
হিংস্রতা দেয় আকন্ঠ ভোজন,
ন্যায়বিচার শব্দ আজ রূপকথা।
ইট বালিতে গড়া জঙ্গল,
শিকারীর হাতে কঠোর অস্ত্র।
তিন-বাঁদরের চোখে সব মঙ্গল,
ঠোঁটে নিশ্চুপতা, থাকে ত্রস্ত।
সময়: ১০/০৬/২০২১, ১৫:২৫ মি:
চোখ বুঁজে থাকে সান্ত্রী।
নেষায় অঘোরে ঘুমায় রাজা,
মাংস ভাজা খায় মন্ত্রী।
গুমোট চাপা ভয়ের জামা,
গায়ে দিয়ে হাসে অবিরাম।
উঠতে বসতে রক্তচক্ষুর ক্ষমা,
ভালোবাসার জন্যও দেয় দাম।
প্রাণের জন্য মান বিসর্জন,
জীবন্ত জীবাশ্ম হয়ে থাকা।
হিংস্রতা দেয় আকন্ঠ ভোজন,
ন্যায়বিচার শব্দ আজ রূপকথা।
ইট বালিতে গড়া জঙ্গল,
শিকারীর হাতে কঠোর অস্ত্র।
তিন-বাঁদরের চোখে সব মঙ্গল,
ঠোঁটে নিশ্চুপতা, থাকে ত্রস্ত।
সময়: ১০/০৬/২০২১, ১৫:২৫ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০৮/২০২১সুন্দর।
-
ডাঃঅলোক সরকার ০৩/০৮/২০২১সেই রাজাও নেই , প্রজারা তো নাভিশ্বাসে আধমরা হবার যোগার। ঠিকই তো বলেছেন কবি।
-
অভিজিৎ হালদার ০৩/০৮/২০২১বেশ
-
জামাল উদ্দিন জীবন ০৩/০৮/২০২১সব জায়গায় আছে।
-
আলমগীর সরকার লিটন ০৩/০৮/২০২১বেশ ভাবনাময়
-
ফয়জুল মহী ০৩/০৮/২০২১বাহ বেশ চমৎকার রচিলেন অসাধারণ নির্মাণ