দিশাহারা
(১).
গরুর গাড়িতে টর্চ লাগিয়ে,
পথ দেখাই অন্ধকে!
ছানির অপারেশন না করিয়ে,
চেয়ারে বসাই বন্ধুকে!
(২).
দুর্গন্ধের মন প্রসাধনী মাখে,
ঠোঁটেতে কপট হাসি।
পিশাচের হয়ে প্রতিটি বাঁকে,
অসহায় নেয় ফাঁসি!
(৩).
শিরদাঁড়া সোজা অন্যায় আজ,
বাকি সব তিন বাঁদর।
কাজ নেই তবে খই ভাজ,
গলায় জড়িয়ে চাদর!
সময়: ০৬/০৬/২০২১, ০১:২৩ মি:
গরুর গাড়িতে টর্চ লাগিয়ে,
পথ দেখাই অন্ধকে!
ছানির অপারেশন না করিয়ে,
চেয়ারে বসাই বন্ধুকে!
(২).
দুর্গন্ধের মন প্রসাধনী মাখে,
ঠোঁটেতে কপট হাসি।
পিশাচের হয়ে প্রতিটি বাঁকে,
অসহায় নেয় ফাঁসি!
(৩).
শিরদাঁড়া সোজা অন্যায় আজ,
বাকি সব তিন বাঁদর।
কাজ নেই তবে খই ভাজ,
গলায় জড়িয়ে চাদর!
সময়: ০৬/০৬/২০২১, ০১:২৩ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৮/০৭/২০২১Wow. ♥️
-
রেদওয়ান আহমেদ বর্ণ ২৮/০৭/২০২১অসাধারণ লিখেছেন প্রিয় মানুষ
-
অভিজিৎ হালদার ২৮/০৭/২০২১Good
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৭/২০২১সুন্দর হয়েছে। শুভেচ্ছা কবি।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৭/২০২১ভালো।