www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সন্তুষ্ট

ক্ষিধে পেয়েছে...
পেটগুলো খালি
তাই মাথাও খালি।
মুখ বুঁজে চলছে বাঁচার লড়াই
তাই চারপাশে হাতরে বেড়াই...
একটু চাল, আলু, ডাল, চিনি
কিন্তু কিচ্ছু বাড়িতে নেই!


এদিকে...
এত কেন উৎসাহী জনসমাগম
অসম্ভব উপচানো ভীড় অলিতে গলিতে!
আমিও স্বপরিবারে...
বেড় হই ফ্রী-আনন্দ নিতে,
হঠাৎ যদি কিছু পাই রাজপথে!


কী নেই...
ব্যান্ড-বাজা, বাদক,
জ্ঞানী, গুণী, বিজ্ঞ,
রাজা, মন্ত্রী, সান্ত্রী,
রয়েছে সব, সব, সব।
শেষে আসে একদল মহান স্তাবক...
মায়াবী উজ্জ্বল হাসিতে।
বলে মনমুগ্ধ শব্দের ছন্দে
"এই নাও, সময়ে সময়ে সব পাবে,
শুধু এ জয়গান গাইবে!


খুব দ্রুত...
রান্না খাওয়া শেষে
করজোড়ে একসাথে সবাই বসে।
মূক, বধীর, কালা হয়ে
দিন-রাত একমনে সাধনা চলে!
....
সন্তুষ্টি করার;
আর অবশ্যই সন্তুষ্ট থাকার।



সময়: ০১/০৬/২০২১, ১৫:২০ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ হয়েছে।
 
Quantcast