ব্যাঙাচি
পাগলামীর সীমা ছাড়িয়ে যাচ্ছে,
তবুও মুখ বন্ধ!
তীব্র দাবদাহে চারদিক জ্বলছে,
পচা পোড়া বাজে গন্ধ!
তবুও...
ব্যাঙাচি বেশ লুটোপুটি খাচ্ছে,
বেঁচে থাকাটাই আজ আনন্দ!
বড় বড় বীর কোলা-সোনা ব্যাঙ,
লুকিয়ে গিয়েছে ঘরে!
বিশাক্ত মনের আঁতলামীর রঙ,
ফুঁসেই ছোবল মারে!
তবুও...
প্রতিবাদহীন ব্যাঙাচি নিশ্চুপ, বরং
জয়গান রোজ করে!
কুটিল চক্রান্তকারী সরীসৃপের দল,
বারবার ঠোঁট চাটে!
রসনা তৃপ্তির বেপরোয়া বল,
হানা দেয় দিন রাতে!
তবুও...
চিরপ্রতিবন্ধী ব্যাঙাচির হতভাগ্য ছল,
প্রাণ খোঁজে বালিতে!
সময়: ৩০/০৫/২০২১, ১৫:১১ মি:
তবুও মুখ বন্ধ!
তীব্র দাবদাহে চারদিক জ্বলছে,
পচা পোড়া বাজে গন্ধ!
তবুও...
ব্যাঙাচি বেশ লুটোপুটি খাচ্ছে,
বেঁচে থাকাটাই আজ আনন্দ!
বড় বড় বীর কোলা-সোনা ব্যাঙ,
লুকিয়ে গিয়েছে ঘরে!
বিশাক্ত মনের আঁতলামীর রঙ,
ফুঁসেই ছোবল মারে!
তবুও...
প্রতিবাদহীন ব্যাঙাচি নিশ্চুপ, বরং
জয়গান রোজ করে!
কুটিল চক্রান্তকারী সরীসৃপের দল,
বারবার ঠোঁট চাটে!
রসনা তৃপ্তির বেপরোয়া বল,
হানা দেয় দিন রাতে!
তবুও...
চিরপ্রতিবন্ধী ব্যাঙাচির হতভাগ্য ছল,
প্রাণ খোঁজে বালিতে!
সময়: ৩০/০৫/২০২১, ১৫:১১ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ১২/০৮/২০২১সুন্দর লেখা
-
তাবেরী ২২/০৭/২০২১সুন্দর
-
রেদওয়ান আহমেদ বর্ণ ২১/০৭/২০২১ভালো লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৭/২০২১বাঃ, ভালো।
-
অভিজিৎ হালদার ২১/০৭/২০২১Valo
-
ফয়জুল মহী ২১/০৭/২০২১নান্দনিক । ঈদ মোবারক!