বেচে দিলাম
অবশিষ্ট মেরুদণ্ডটা দিলাম বেচে,
নিজের ইচ্ছায়, সজ্ঞানে!
এক গাল ভরা হাসি মুখে।
একটু সস্তা দরে,
বাধ্য হয়েই বেচতে হলো শেষে!
কারন দু'মুঠো অন্ন চাই বেলাশেষে।
মাত্র পাঁচটা দিনেরই ব্যাপার,
কেটে যাবে কোনমতে প্রাণ স্বপরিবারে।
দেখা যাবে কি হবে তারপর!
...
এরপর ঘসটে, নিংড়ে, মাটি কামড়ে,
উঠে দাঁড়াতে চায় ব্যর্থ জীবন।
এখনো বাকি আছে মাংস শরীরে!
ভরা বাজার, আছেন তো অনেকেই;
উঁচু-নীচু, সাদা-কালো, মোটা-সরু কত।
"যাক, আমি একা নই"- শান্তি এখানেই!
সময়: ২৪/০৫/২০২১, ০৯:৫৪ মি:
নিজের ইচ্ছায়, সজ্ঞানে!
এক গাল ভরা হাসি মুখে।
একটু সস্তা দরে,
বাধ্য হয়েই বেচতে হলো শেষে!
কারন দু'মুঠো অন্ন চাই বেলাশেষে।
মাত্র পাঁচটা দিনেরই ব্যাপার,
কেটে যাবে কোনমতে প্রাণ স্বপরিবারে।
দেখা যাবে কি হবে তারপর!
...
এরপর ঘসটে, নিংড়ে, মাটি কামড়ে,
উঠে দাঁড়াতে চায় ব্যর্থ জীবন।
এখনো বাকি আছে মাংস শরীরে!
ভরা বাজার, আছেন তো অনেকেই;
উঁচু-নীচু, সাদা-কালো, মোটা-সরু কত।
"যাক, আমি একা নই"- শান্তি এখানেই!
সময়: ২৪/০৫/২০২১, ০৯:৫৪ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম (রিয়াজ) ২০/০৭/২০২১অসাধারণ। চমৎকার আপনার সৃষ্টি।
-
তাবেরী ১৯/০৭/২০২১বেশ সুন্দর
-
সৌরভ ভূঞ্যা ১৮/০৭/২০২১খুব ভালো কবিতা।
-
অভিজিৎ হালদার ১৮/০৭/২০২১ভালো