অসহায়
আজ মাটিতে লুন্ঠিত সকল সন্মান!
বিকট উল্লাসে কারা যেন হাসে,
দু'পা দিয়ে ঘসে ঘসে,
মুছে ফেলে মান।
চুষে জঞ্জাল করে, ছুঁড়ে আসে
লাঞ্চনার আস্তাকুঁড়ে!
দাঁতে কাঠি গুঁজে তৃপ্তি করে,
আদিম মানসিক আবেশে।
ভয়ার্ত শরীর নর্দমার কাদা মেখে
নীরবে লজ্জা ঢাকে!
তবুও লোলুপ জ্বলন্ত চোখে
প্রতিক্ষেত্রে দংশায় তরুণ প্রাণকে।
সময়: ২৯/০৪/২০২১, ২০:৩০ মি:
বিকট উল্লাসে কারা যেন হাসে,
দু'পা দিয়ে ঘসে ঘসে,
মুছে ফেলে মান।
চুষে জঞ্জাল করে, ছুঁড়ে আসে
লাঞ্চনার আস্তাকুঁড়ে!
দাঁতে কাঠি গুঁজে তৃপ্তি করে,
আদিম মানসিক আবেশে।
ভয়ার্ত শরীর নর্দমার কাদা মেখে
নীরবে লজ্জা ঢাকে!
তবুও লোলুপ জ্বলন্ত চোখে
প্রতিক্ষেত্রে দংশায় তরুণ প্রাণকে।
সময়: ২৯/০৪/২০২১, ২০:৩০ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমসের শেখ ১৪/০৭/২০২১অসাধারণ
-
ফয়জুল মহী ১৩/০৭/২০২১অসাধারণ মুগ্ধতা ৷
-
আরিফ আহমেদ খান ১৩/০৭/২০২১ওয়াও
-
বিপ্লব খান ১৩/০৭/২০২১দারুন লিখেছেন।