বিষবৃক্ষ
বিষবৃক্ষ আজ বেশ বেড়ে উঠেছে...
আস্তে আস্তে সকলের সামনেই!
কিন্তু কেউ কখনো কুনজর দেয়নি।
সৎ যৌবনের তরতাজা রক্ত
আশ্রয়, জল, আলো দিয়েছে অবিরত
আর বিষফল তাদের হাতে হাতেই
ছড়িয়ে গিয়েছে প্রতি বাড়ি বাড়ি।
আদর যত্ন করে অতিবৃদ্ধি-
শুধু একটু ছায়া আর কাঠের আশায়!
হঠাৎ তাকিয়ে দেখি-
"একি! এতো আজ বিশাল অরণ্য!
এখানে কারো আর স্থান নেই,
অবলুপ্তপ্রায় সকল সুগন্ধি ফুল!"
এখন বাতাসে বিষ চারপাশে ভরপুর,
উর্বর মাটিতে গাঁথা শক্ত মূল অনড়-
অযৌন বিস্তার ছড়ানো দশদিক পরপর।
হতভাগা শয্যাশায়ী ঠান্ডা দু'হাত
জং ধরা কাঁচিও পারেনা উঠাতে।
অসহায় বৃদ্ধচোখ নির্বাক চেয়ে থেকে
শুধুই ভীক্ষা করে এ পাপ মুক্তির!
সময়: ০২/০৩/২০২১, ১৭:০৯ মি:
আস্তে আস্তে সকলের সামনেই!
কিন্তু কেউ কখনো কুনজর দেয়নি।
সৎ যৌবনের তরতাজা রক্ত
আশ্রয়, জল, আলো দিয়েছে অবিরত
আর বিষফল তাদের হাতে হাতেই
ছড়িয়ে গিয়েছে প্রতি বাড়ি বাড়ি।
আদর যত্ন করে অতিবৃদ্ধি-
শুধু একটু ছায়া আর কাঠের আশায়!
হঠাৎ তাকিয়ে দেখি-
"একি! এতো আজ বিশাল অরণ্য!
এখানে কারো আর স্থান নেই,
অবলুপ্তপ্রায় সকল সুগন্ধি ফুল!"
এখন বাতাসে বিষ চারপাশে ভরপুর,
উর্বর মাটিতে গাঁথা শক্ত মূল অনড়-
অযৌন বিস্তার ছড়ানো দশদিক পরপর।
হতভাগা শয্যাশায়ী ঠান্ডা দু'হাত
জং ধরা কাঁচিও পারেনা উঠাতে।
অসহায় বৃদ্ধচোখ নির্বাক চেয়ে থেকে
শুধুই ভীক্ষা করে এ পাপ মুক্তির!
সময়: ০২/০৩/২০২১, ১৭:০৯ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১৫/০৮/২০২১ভালো
-
সৌরভ ভূঞ্যা ১৮/০৭/২০২১একদম বাস্তব কে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন।
-
একনিষ্ঠ অনুগত ০২/০৭/২০২১অবশেষে আমরাই টিকে থাকবো, বিদায় হবে বিষবৃক্ষের।
-
কবি অন্তর চন্দ্র ০১/০৭/২০২১চমৎকার
-
ফয়জুল মহী ০১/০৭/২০২১বাহ্ ,মনোমুগ্ধকর .
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৬/২০২১ভালো।
-
আলমগীর সরকার লিটন ৩০/০৬/২০২১বেশ বোধময় প্রকাশ কবি দা