আলগাল ব্লুম
জলের অক্সিজেন লেভেল,
দিনে দিনে হ্রাস পাচ্ছে চোখের সামনে।
সূর্যের আলোও পায় বাধা আসতে,
কোন ভাবে দিন পার করছি বদ্ধ পুকুরে,
কাল কি হবে কেউ জানে না!
পুষ্টি স্তরের শ্রীবৃদ্ধি,
আদরের সাথে গ্রহণ করে কিছু শৈবাল।
বাধাগ্রস্তহীন কৈশোর-যৌবন পেরিয়ে গিয়ে
আজ যাদের পরিপূর্ণ দখল প্রতিটি কোনায়,
আর্দশ পরিচয়- আলগাল ব্লুম!
প্রাণেরা কষ্ট পায়,
চোখের সামনে প্রিয়রা মরে ভেসে উঠে।
যখন প্রতিদিন ছোট মাছেরা চাইতো খেতে
আর বড়ো যারা মানা করেছিল সহৃদয়ে
আজ তাদেরই দাবি -"বি.ও.ডি. কমাও!"
অনেক দেরি হয়েছে,
একত্রিত সিদ্ধান্ত নিতে এই নির্মল জলাশয়ে।
সম্মুখে শুধুই ইউট্রফিকেশন আর দূষণ;
সব সুন্দর লোক দেখানো উপরে উপরে,
নিচে অসহায় জীবাশ্মের পচা ইতিহাস!
সময়: ০৩/০৯/২০২০, ১৭:৫৮ মি:
দিনে দিনে হ্রাস পাচ্ছে চোখের সামনে।
সূর্যের আলোও পায় বাধা আসতে,
কোন ভাবে দিন পার করছি বদ্ধ পুকুরে,
কাল কি হবে কেউ জানে না!
পুষ্টি স্তরের শ্রীবৃদ্ধি,
আদরের সাথে গ্রহণ করে কিছু শৈবাল।
বাধাগ্রস্তহীন কৈশোর-যৌবন পেরিয়ে গিয়ে
আজ যাদের পরিপূর্ণ দখল প্রতিটি কোনায়,
আর্দশ পরিচয়- আলগাল ব্লুম!
প্রাণেরা কষ্ট পায়,
চোখের সামনে প্রিয়রা মরে ভেসে উঠে।
যখন প্রতিদিন ছোট মাছেরা চাইতো খেতে
আর বড়ো যারা মানা করেছিল সহৃদয়ে
আজ তাদেরই দাবি -"বি.ও.ডি. কমাও!"
অনেক দেরি হয়েছে,
একত্রিত সিদ্ধান্ত নিতে এই নির্মল জলাশয়ে।
সম্মুখে শুধুই ইউট্রফিকেশন আর দূষণ;
সব সুন্দর লোক দেখানো উপরে উপরে,
নিচে অসহায় জীবাশ্মের পচা ইতিহাস!
সময়: ০৩/০৯/২০২০, ১৭:৫৮ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২০/০৬/২০২১অসাধারণ লেখনী
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৬/২০২১ভালোলাগা রইলো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০৬/২০২১বেশ
-
আলমগীর সরকার লিটন ১৯/০৬/২০২১বেশ ভাবনাময় প্রকাশ