www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছারপোকার দল

ছারপোকার দল,
আশ্রয় চায় বাড়ির এক কোণায়।
স্বপরিবারে করুণ মুখে নির্দোষ অসহায়,
শুধুমাত্র বেঁচে থাকার ভীক্ষা চায়।


দয়াবান মন,
সাদরে গ্রহণ করে তাদের সে প্রার্থনা।
খাদ্য-বস্ত্র-বাসস্থান সাথে দেয় শান্তনা,
নির্ভয়ে শান্তিতে থাকুক, নেই যন্ত্রণা।


সুখের প্রজনন,
কয়েক দিনেই ভরে তাদের দেয়া স্থান।
মাত্রাতিরিক্ত ক্ষুধার্তরা বাইরে করে প্রস্থান,
হানা দেয় দুয়ারে- দাবি করে সংস্থান।


কুঁড়েকুঁড়ে খায়,
মুখের সর্বগ্রাসী আগুনে যা কিছু পায়।
অন্তঃসারশূন্য নিঃস্ব ঘুঁনে ধরা মাথায়,
অক্ষম প্রতিরোধগুণে ঐতিহ্য পুড়ে ছাই।


সোনার পূণ্য বাড়ি,
দিনে দিনে ধ্বসে পরে এপাশে ওপাশে।
সব দেখি শুনি আমি খাটিয়ায় বসে,
নির্মম আগ্রাসন- নির্যাতনের চাপে পিষে।






সময়: ০১/০৯/২০২০, ১৮:১৭ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর রচনা
  • মাহতাব বাঙ্গালী ১৮/০৬/২০২১
    excellent theme; that's an allegorical poem- I think
  • মোঃসোহাগ আকন্দ ১৭/০৬/২০২১
    onek sundor likhesen😍
 
Quantcast