www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রস্তুতি

চিন্তাটা এখন দুঃশ্চিন্তার রূপে প্রকাশিত,
চিমটি কেটে কেটে করি নিজেকে পরীক্ষা।
মুখে বলি না কিন্তু মনে মনে ভীত,
নব প্রভাতের আশায় এ প্রাণের প্রতীক্ষা!


মিথ্যার পাহারায় আজ সত্য গৃহবন্দী,
লাঞ্ছনার মুচকি হাসে শয়তান উন্মাদ।
হাত জোর করে শত ক্ষমা ভীক্ষা চাই,
তবুও সন্মান লুটেপুটে বুকে দেয় লাথ।


পচা দুর্গন্ধ ভাসে রাস্তার অলিতে-গলিতে,
আগাছারা জন্মায় আনন্দে ছিঁড়ে ফুঁড়ে।
যেন বিলুপ্ত হতে চাই এ সোনার পৃথিবীতে,
স্বযত্নে-স্বহস্তে পঞ্চেন্দ্রিয়ের টুঁটি চেপে ধরে।






সময়: ৩১/০৮/২০২০, ১৩:২১ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কাব্যপাঠে বেশ ভাবনা ছুঁয়ে গেলো কবি দা
 
Quantcast