ললিপপ
হাতে ধরা ললিপপ।
সবার প্রিয়,
একদম সস্তা।
দারুন টেকসই,
যত্রতত্র সহজলভ্য;
বেশ রসালো।
তাই মনে আনমনে চুষতেই থাকি,
মুখের ভেতরে ঢোকানো সর্বক্ষণ।
মহাআমেজে দু'চোখ বন্ধ করে
উমউম, উমউম, উমউম...
নিশ্চিন্তে বেড়াই ঘুরে!
ঘরের প্রাণের পুরাতন সেই কুলার,
এখনো চলছে মেশিনটা।
লালা ভরা গালে,
ঠান্ডা হাওয়ায়, ধার দিই বুদ্ধিটা।
উমউম, উমউম, উমউম...
বুঝতে কারো আর বাকি থাকেনা।
শেষে চলে দলে দলে,
হাতে ললিপপ ঝোলে,
জোর করে মুখে ঢুকিয়ে দেয়।
যারা চায় তাদের,
আর যারা চায়না ওদেরও।
সময়: ২৫/০৮/২০২০, ১৩:০০ মি:
সবার প্রিয়,
একদম সস্তা।
দারুন টেকসই,
যত্রতত্র সহজলভ্য;
বেশ রসালো।
তাই মনে আনমনে চুষতেই থাকি,
মুখের ভেতরে ঢোকানো সর্বক্ষণ।
মহাআমেজে দু'চোখ বন্ধ করে
উমউম, উমউম, উমউম...
নিশ্চিন্তে বেড়াই ঘুরে!
ঘরের প্রাণের পুরাতন সেই কুলার,
এখনো চলছে মেশিনটা।
লালা ভরা গালে,
ঠান্ডা হাওয়ায়, ধার দিই বুদ্ধিটা।
উমউম, উমউম, উমউম...
বুঝতে কারো আর বাকি থাকেনা।
শেষে চলে দলে দলে,
হাতে ললিপপ ঝোলে,
জোর করে মুখে ঢুকিয়ে দেয়।
যারা চায় তাদের,
আর যারা চায়না ওদেরও।
সময়: ২৫/০৮/২০২০, ১৩:০০ মি:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ১৩/০৬/২০২১সুন্দর লিখেছেন প্রিয়কবি সতত
-
ফয়জুল মহী ১২/০৬/২০২১অতুলনীয় রচনা
-
স্বপন রোজারিও (মাইকেল) ১২/০৬/২০২১খাই ললিপপ
নাই যব। -
আলমগীর সরকার লিটন ১২/০৬/২০২১বেশ বোধময় প্রকাশ