www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গন্ধ

গন্ধ বেড় হচ্ছে বড্ড,
মনের অলিগলি থেকে অনবরত।
নিরেপক্ষ বুদ্ধির পারফিউম ঢালি এত্ত,
সারা শহর সারা গ্রামে- যত্রতত্র।
তবুও কেন গালি শুনি অকথ্য!
ওরা স্বার্থান্বেষী- চরম নেষাগ্রস্ত,
সুবিধাভোগী হয়েও নাক সিঁটকায় কত্ত;
যেন পচে যাওয়া দুর্গন্ধ একপ্রস্ত!


গন্ধ বেড় হচ্ছে বড্ড,
পেটের অলিগলি থেকে অনবরত।
পক্ষপাতদুষ্ট রীতি-নীতির নিষ্ঠুর গদ্য,
অবিরাম বুকে দেয় ক্ষত শত শত।
ইতিহাস ঘসে মেজে বাজাই বাদ্য,
সুর, লয়, তালহীন মনগড়া যত।
আত্মসন্মান প্রতিষ্ঠা যেন আজ অসাধ্য,
সোনার বাগান উজাড়ে উন্মাদ মত্ত।





সময়: ১৬/০৮/২০২০, ২১:২৫ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০৭/০৬/২০২১
    অনবদ্য লিখেছেন
    খুব ভালো লাগল।
  • ভালো লেগেছে।
 
Quantcast